মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

Link Copied!

রাজশাহী মোহনপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উদ্বোধনী অনুষ্ঠান ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪জুলাই) সকাল সাড়ে ১০ টায় মোহনপুর উপেজলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলীসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারি ও মৎস্য চাষিরা এবং মৎস্যজীবি উপস্থিত ছিলেন। এ সময় উপজলার তিন জন সফল মৎস্য চাষীর হাতে ক্রেষ্ট প্রদান করা হয়।