মোহনপুরের সেই হাবিবা চরম আতঙ্কে

মোহনপুর প্রতিনিধি
আপডেটঃ ২৮ জুলাই, ২০২২ | ১:১৫ 144 ভিউ
মোহনপুর প্রতিনিধি
আপডেটঃ ২৮ জুলাই, ২০২২ | ১:১৫ 144 ভিউ
Link Copied!

রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাশিগ্রাম ইউনিয়নের নির্যাতিতা সাবেক ইউপি সদস্য সেই শেখ হাবিবা খুন ও গুম হওয়ার ভয়ে আতঙ্ক দিন যাপন করছেন।

এসব থেকে পরিত্রাণ পেতে তিনি বুধবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে রাজশাহী নগরীর একটি রেস্তোরায় সাংবাদিক সম্মেলন করেছেন।

নির্যাতিতা শেখ হাবিবা মোহনপুর উপজেলার সিংহমার গ্রামের মাসুদ রানার স্ত্রী ও সাবেক ইউপি সদস্য ও উপজেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন সাবেক জনপ্রতিনিধি হিসাবে মানুষের বিভিন্ন বিপদে সহায়তার সুবাদে গত ১৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে তার এলাকার নজরুলের মেয়ের দুই বছরের দুধের শিশুকে উদ্ধারের জন্য মোহনপুর থানায় যায় এবং সহায়তা চাই।

ওসি তৌহিদুল ও এএসআই সোলায়মানের সঙ্গে কথা বলার এক পর্যায়ে এএসআই সোলায়মান বাচ্চা উদ্ধারে অসম্মতি জানাই এবং বলে তোমার কাজ করতে এমপি স্যারের নিষেধ আছে।

হাবিবা বারবার অনুরোধ করে বলে আপনারা অন্যায় করছেন, আমি কিন্তু বিষয়টি সাংবাদিকদের জানাবো তখন তাঁরা ক্ষিপ্ত হয় এবং বলে বিষয়টি এমপি স্যারের কাছে জানতে হবে এবং ওসি সাহেব দুই তিন জায়গায় মোবাইলে কথা বলেন।

বিজ্ঞাপন

কথা বলার ভঙ্গিমায় মনে হয় স্থানীয় এমপি ও তাঁর লোকজনের সাথে কথা বলছেন ওসি। কিছুপরে এমপির বন্ধু উপজেলা যুবলীগ সভাপতি ইকবাল হোসেন থানায় এসে বলে যে, এই হাবিবা এমপির বিরুদ্ধে কথা বলে তাকে উচিৎ শিক্ষা দেন। তখন তারা হাবিবাকে গালমন্দ ও হুমকি ধামকি শুরু করে এবং কেনো এমপির বিরুদ্ধে কথা বলি বার বার উল্লেখ করে।

এক পর্যায়ে দুইজন মহিলা কনস্টেবল হাবিবাকে চড় থাপ্পড় মারে এবং ওই দিনের ডিউটি অফিসার লতিফাসহ কয়েকজনে হাবিবাকে ওসির রুম থেকে টেনে হেঁচড়ে পাশের এসআইদের রুমে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটাই এবং এমপির বিরুদ্ধে কথা না বলতে হুশিয়ারি দেয় এবং হিজাব কেড়ে নিয়ে রাতভর থানায় আটকিয়ে রাখে।

পরদিন সকাল আনুমানিক ১১ টার দিকে এমপির পিএস রাজাকার পুত্র একরামুল হক বিজয় এমপির ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত ডলি বেগমকে নিয়ে থানায় আসে এবং বিজয় হাবিবার কাছে এসে উচিৎ শিক্ষা দেওয়া হবে বলে হুমকি দেয়।

এরপর ডলি বেগমকে বাদী করে একটি ও এসআই রোফ কে বাদী করে আরেকটি মোট দুইটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরন করে।

হাবিবা সাংবাদিক সম্মেলনে দাবি করেন, গত ২৩ শে মার্চ-২০২২ ইং তারিখে গণমাধ্যমে প্রকাশিত এমপি হয়ে হঠাৎ ধনী শিরোনামে সংবাদ প্রকাশ হয়। যেখানে হাবিবা এমপিকর রাজাকার পুত্র, মানুষের জমি দখলকারি উল্লেখ করে বক্তব্য দেয় । ওই বক্তব্য দেওয়ার কারণে এমপির নির্দেশে তাকে পুলিশ দিয়ে এই অমানবিক নির্যাতন চালিয়েছে।

হাবিবা তাকে নির্যাতনে জড়িত এমপিসহ সকলের বিচার দাবি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে জুডিশিয়াল তদন্ত দাবি ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই ঘটনার সাংগঠনিক বিচার দাবি করেছে। এমপি ও তার লোকজনের অত্যাচারে হাবিবার পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

হাবিবা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলা সময় তার নির্যাতনের বর্ণনা দেন এবং কেঁদে ফেলেন।

সংবাদ সম্মেলনে হাবিবার মা ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিনা বেগম, স্বামী মাসুদ রানা ও এক শিশু কন্যা উপস্থিত ছিলেন।

##

শীর্ষ সংবাদ:
জয়পুরহাটে মুরগী চুরির অপবাদ দেওয়ায় বৃদ্ধের আত্মহত্যা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করলেন তরুণী নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০ নওগাঁর মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ কুমিল্লায় শপিং মল ও ইফতারি বাজারে অভিযান,৩ প্রতিষ্ঠানকে জরিমানা ভোগের জন্য নয় ত্যাগের জন্য, রাজনীতি করতে হবে – প্রতিমন্ত্রী পলক কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত মেঘনায় পল্লী চিকিৎসকদের প্রতারণা বেড়েই চলছে নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার “নাটোরের নলডাঙ্গায় টিনসেট বসত বাড়িতে আগুন” নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর সরকার পাচঁটি মৌলিক চাহিদা পূরনে কাজ করছে : প্রতিমন্ত্রী পলক। বরুড়ায় অস্ত্র-গুলিসহ ম‌নির ডাকাত গ্রেপ্তার  তিতাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল একতা-বন্ধন সংগঠন এর উপদেষ্টা কাজী এনামুল হক শামীমের ইফতার পাটির আয়োজন। সিংড়ায় আড়াই শতাধিক জবাইকৃত পাখি জব্দ আজ ৩০ মার্চ লালপুরে ঐতিহাসিক ময়না দিবস গৃহবধূকে ধর্ষণচেষ্টা, পৌর কাউন্সিলর কারাগারে নাটোরে ডিবির অভিযানে ইয়াবা ও জাল টাকা সহ দুইজন আটক। দক্ষিণ বরুড়ায় সি এন জির টোকেন বাণিজ্য