মেসি-নেইমারদের সঙ্গে দেখা করে খুশি রোনালদো

Link Copied!

মনে রাখার মতো একটি দিনই যেন গতকাল কাটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিং ফাহাদ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে গোল-বন্যার ম্যাচে তিনি গোল করেছেন। একই সঙ্গে বহু দিন পর মাঠের লড়াইয়ে তাঁর দেখা হলো লিওনেল মেসি, নেইমারদের সঙ্গে। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেন রোনালদো।
কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল পিএসজি মুখোমুখি হয়েছিল সৌদি অল স্টার একাদশের বিপক্ষে। সৌদি অল স্টার দলের অধিনায়ক ছিলেন রোনালদো। ৯ গোলের ম্যাচে (পিএসজি ৫: সৌদি অলস্টার ৪) জোড়া গোল করেছেন রোনালদো। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে করেন নিজের প্রথম গোল। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল। দুবারই তাঁর গোলে সমতায় ফিরেছিল সৌদি। নিজের ফেসবুক পেজে পর্তুগিজ উইঙ্গার লিখেছেন, ‘গোল করে ভীষণ খুশি। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করে ভালো লাগছে।