মেঘনা উপজেলার আনছার আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


কুমিল্লা মেঘনা উপজেলা আনছার আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা উপজেলার ঐতিহ্যবাহী ওই হাইস্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন আনছার আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রতিষ্ঠাতা এবং মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো, আব্দুস সালাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো, দেলোয়ার হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
প্রতিরক্ষা মন্রনালায় সংসদির স্হায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) সুবিদ আলী ভূইঁয়া এমপি।
বিশেষ অতিথি ছিলেন মেজর মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার,মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান মিলন সরকার,সহকারী কমিশনার( ভূমি)লিটন চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো গোলাম ফারুক,মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ছমিউদ্দিন, হুমায়ুন কবির চালিভাংগা ইউনিয়ন পরিষদ,কুমিল্লা জেলা পরিষদের সদস্য মো কাইয়ুম হোসাইন,রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান,মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল আল বাকী শামীম,বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন,মানিকারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাতেন খন্দকার,দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি সাংবাদিক এমরান হোসেন রিটন
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি উদ্ভোধন করেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।