মীরসরাইয়ে ট্রেন দূর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৩


চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা তাসফির হাসান মারা গেছেন। এ নিয়ে, মিরসরাই ট্রাজেডিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।
গতকাল শনিবার রাত তাসফির মারা যান । এ বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম নোমান খালেদ চৌধুরী।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে তাসফির হাসানের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তাই তাকে আইসিইউতে রাখা হয়। পরে তার অবস্থার আরো অবনতি ঘটতে থাকে। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসফির।
গত ২৯ জুলাই বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এছাড়া আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন ৭ জন।
##