মান্দায় বিদ্যুৎস্পৃষ্ঠে এক শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ইমন হোসেন (১৫) নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কসব ইউনিয়নের কসব (মন্ডল পাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে।
মান্দা থানার ওসি- তদন্ত মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ইমন হোসেন উপজেলার কসব ইউনিয়নের কসব (মন্ডল পাড়া) গ্রামের নাজিম উদ্দিন মাষ্টারের ছেলে। সে ওই এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন বলেও জানান তিনি।