মান্দায় নিখোঁজের সাত ঘন্টা পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার


নওগাঁর মান্দায় নিখোঁজের সাত ঘন্টা পর আত্রাই নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ডুবরিদল আত্রাই নদে তল্লাশী চালিয়ে লাশটি উদ্ধার করে।মৃত শিশুর নাম সাঈদ হোসেন (০৭)। সে নওগাঁ সদর উপজেলার ভীমপুর দক্ষিণ আন্ধারকোটা গ্রামের মঞ্জুরুল হোসেনের ছেলে।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে।স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শিশু সাঈদ হোসেন একই বয়সের দুই শিশুর সঙ্গে নদীতে থাকা নৌকায় চড়ে লাফালাফি করছিল। এসময় অসাবধানবশত শিশু সাঈদ নদীর পানিতে পড়ে তলিয়ে যায়।মান্দা ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল কাসেম দেওয়ান বলেন, সংবাদ পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ডুবরি দলের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করে ডুবরি দলের সদস্যরা।মান্দা থানার ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শিশু সাঈদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।