মান্দায় দু’টি দোকান পুড়ে ছাই

Link Copied!

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আগ্নিকান্ডে একটি ভ্যারাইটিস ষ্টোর (মুদি দোকান) ও একটি ইলেকট্রনিক্সের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। সোমবার রাত ২ টার দিকে কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা বাজারে বিদ্যুতের শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব- অফিসার নুরুন্নবী জানান, সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে দোকানের মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন দোকান মালিক আল আমিন এবং মাসুম রানা।