মান্দায় জাতীয় শোক দিবস পালনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


নওগাঁর মান্দায় শোকাবহ ১৫ আগস্ট ২০২২ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের কর্মসূচি প্রণয়নের জন্য এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে একই অনুষ্ঠানে ৫ আগস্ট ২০২২ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং ৮ আগস্ট ২০২২ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কর্মসূচি প্রণয়নের জন্য এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কন্ফারেন্সরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে এ প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোল্লা মোঃ এমদাদুল হক, মান্দা থানার ওসি- তদন্ত মেহেদী মাসুদ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, এলজিইডি কর্মমতা শাইদুর রহমান মিঞা, উপজেলা প.প কর্মকর্তা আ.ফ.ম আসফানুল আরেফীন, যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার,মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ভালাইন ইউ’পি চেয়ারম্যান গোলাম মোস্তফা, পরানপুর ইউ’পি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল এবং নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী প্রমুখ।
##