মান্দায় কাঁচা মরিচের দাম বৃদ্ধি


নওগার মান্দায় হঠাৎ করে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। গত কয়েক সপ্তাহে কেজি প্রতি মরিচে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতা-বিক্রেতারা জানান, তিন থেকে পাঁচগুণ বেড়েছে কাঁচা মরিচের দাম।
মান্দা উপজেলার সতীহাটে কাঁচা মরিচের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে। যা আগে ছিল ৮০-১০০ টাকা কেজি।
বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আব্দুল জব্বার সরদার নামের একজন ক্রেতা বলেন, হঠাৎ করে কাঁচা মরিচের দাম কেন বাড়লো বুঝতে পারলাম না। আড়ৎ দাররা অধিক মুনাফার জন্য বাড়িয়েছে, নাকি মোকামে মরিচ সংকট সেটা বুঝতে পারছি না। কিছুদিন আগেও যে মরিচ প্রতি কেজি কিনতাম সর্বোচ্চ ৮০-১০০ টাকা করে, অথচ সেই মরিচ এখন কিনতে হচ্ছে ১৮০-২০০ টাকা দরে।
সতীহাটের কাঁচা মরিচের ব্যাবসায়ী আবুল কাসেম মন্ডল জানান, গত কয়েক সপ্তাহ ধরে কাঁচা মরিচের দাম দ্বিগুণ-তিনগুণ হয়েছে। এ কারণে মরিচ ২০০ টাকার নিচে বিক্রি করা যাচ্ছে না।
যা আগে প্রতি কেজি মরিচ আমরা ৮০-১০০ টাকায় বিক্রি করেছি। মরিচের দাম বাড়ায় মরিচ পাইকারি ও খুচরা বিক্রি অনেক কমে গেছে। ফলে ব্যবসায়িক ভাবে আমাদের ক্ষতির সন্মুখীন হতে হচ্ছে।
##