মানবতার দেওয়াল এখন জগতপুর বাজারে।


ড্রিমফিল সামাজিক সংগঠন এর উদ্যোগে গঠিত মানবতার দেওয়াল এখন জগৎপুরে যাত্রী ছাউনির মধ্যে। “ড্রিমফিল” সামাজিক সংগঠন আছে গরীব,দুঃখী,অসহায় মানুষের পাশে। জগতপুর বাজার যাত্রী ছাউনির মধ্যে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনার অব্যবহৃত জামা-কাপড় এখানে রেখে দিয়ে আপনি সহজেই গরিব,অসহায় মানুষের সেবা করতে পারেন। আপনার অব্যবহৃত জামাকাপড় এখানে রেখে দিন।
সংগঠন টি বিগত দিনে গরীব অসহায় রোগী দের রক্ত, সাধারণত মানুষদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতর, গরিব-অসহায় রুগীদের জন্য আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন এই সংগঠন টি।
ড্রীমফিল মানবসেবা সংগঠনএর প্রতিষ্ঠাতা এবং সভাপতি মো: মনির হোসেন পাটোয়ারী জানান সংগঠন পরিচালনার মূলনীতি হবে একতা, সততা, স্বচ্ছতা, সমতা, তিনি আরো বলেন, একটি আদর্শ সামাজিক সংগঠন শিক্ষা, সংষ্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ড্রীমফিল মানবসেবা সংগঠন ।