বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন কাজল


প্রায় এক যুগ আগের বিতর্কিত একটি ছবি নিয়ে মুখ খুলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল।
বিগত ২০১১ সালে একটি পত্রিকায় তার অনাবৃত ছবি প্রকাশিত হলে বিতর্কিত ও সমালোচিত হন তিনি।
মূলত দক্ষিণী ছবি দিয়ে জনপ্রিয়তা পান তিনি। সাউথ ডিভা এই অভিনয়শিল্পী বলিউড জগতে দ্যুতি ছড়াতে শুরু করেন ২০১০-এ রোহিত শেঠি পরিচালিত ছবি ‘সিঙ্ঘম’ এর মাধ্যমে।
তবে তার জনপ্রিয়তার যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি আছে সমালোচনার ঝড়ও। হিন্দি ছবিতে অভিনয়ের ঠিক এক বছরের মধ্যেই বিতর্কিত হয়ে ওঠেন একটি নগ্ন ছবির ফটোশুট করে।
বিতর্কিত ওই ছবিতে কাজলকে দুই হাত দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢাকতে দেখা যায়। সেই ছবির বিষয়ে সে সময় কোনো মন্তব্য না করলেও এবার মুখ খুলেছেন এই দক্ষিণী নায়িকা।
এ বিষয়ে তিনি মুম্বাই সংবাদমাধ্যমকে বলেন, আমি এই ধরনের কোনও ফটোশ্যুট কখনও করিনি। আমার ছবিকে বিকৃত করেছে ওই পত্রিকা।
নায়িকার এমন মন্তব্যে পাল্টা জবাবে ওই পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, তারা কখনও কারও ছবি বিকৃত করেনি। এই ধরনের কাজ তারা করতেই পারে না।
কোন পক্ষ সত্য বলছে, এ নিয়ে এখনও ধোয়াশার রেশ কাটেনি। বর্তমানে স্বামী, সন্তান নিয়ে সুখে সংসার করছেন এই নায়িকা।
##