বাঘায় মেরাজের উদ্যোগে পাকুড়িয়া ইউপিতে শোক সভা অনুষ্ঠিত


রাজশাহীর বাঘা উপজেলাধীন পাকুড়িয়া ইউপিতে মেরাজুল ইসলাম মেরাজের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্বরণে শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ শে আগস্ট) বিকালে বাঘা উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজের আয়োজনে এ শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ওয়াদুদ। উক্ত শোকসভায় বক্তব্য রাখেন, বাঘা উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি প্রভাষক আমিরুল ইসলাম,পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভাদু, বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, জাহাঙ্গীর আলম শ্যাম্পু, শাহজালাল সরকার লিটন, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন সুরুজ, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক সভা শেষে বঙ্গবন্ধু সহ স্বপরিবারে শাহাদাৎ বরণকারি সদস্যদের আত্বার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে প্যাকেট খাবার বিতরন করা হয়।