বাঘার কাদিরপুরে ফুটবল খেলা উদ্বোধনে নয়ন সরকার


রাজশাহীর বাঘা উপজেলাধীন পাকুড়িয়া ইউনিয়নের কাদিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা উদ্বোধন করেন সামিউল আলম নয়ন সরকার। শনিবার (২০আগস্ট) কাদিরপুর বিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলাটি উদ্বোধন করেন কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও পাকুরিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ন আহবায়ক ও ক্রিয়া সংগঠক মোঃ সামিউল আলম নয়ন সরকার। একান্ত আলাপচারিতায় বিদ্যালয়টির সভাপতি সামিউল আলম নয়ন সরকার বলেন,আমাদের ইউনিয়নটি ভারতের সীমান্ত বর্তী হওয়াতে যুব সমাজ হাত বাড়ালেই অবৈধ ভারতীয় সকল ধরনের মাদক পেয়ে যায়। আমি চেস্টা করছি বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াল থাবা হতে বাঁচার জন্য গ্রাম,সমাজসহ পাকুড়িয়া ইউনিয়ন কে রক্ষার জন্য। মাদক হতে যুব সমাজকে সুন্দর পথে ফেরার মাধ্যম হতে পারে খেলার মাঠে ফেরা। এজন্য আমি নয়ন সরকার কাদিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজকে ফুটবল খেলার আয়োজন করেছি আগামী দিনেও অব্যহত থাকবে ফুটবল,ক্রিকেট,,রেক্যাট,দাবা,হাডুডুসহ বিভিন্ন খেলার। গত কয়েক বছর ধরে আমরা গৌরাঙ্গপুর সততা ক্লাব কর্তৃক রেক্যাট খেলা আয়োজন করে আসছি। আমার অভিভাবক আমার নেতা মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম ভাই এর দিক-নির্দেশনায় সততা ক্লাব এর মাধ্যমে জয়ী ও বিজয়ীদের এলইডি টিভিসহ বিভিন্ন দামী পুরুস্কৃত করা হয়ে থাকে। সমাজের সিনিয়র ব্যক্তিদের মাদক হতে যুবসমাজ সহ একালাকে পরিস্কার করার জন্য সহযোগিতা চেয়েছেন নয়ন সরকার। সেই সাথে ফুটবল খেলাটি দেখতে আসা দর্শকদের ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এর পক্ষ হতে। পাকুড়িয়া ইউনিয়নের কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলাটি উদ্বোধনী অনুষ্ঠানের সময় আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো, উম্মত আলী, মো, মুক্তার হোসেন, মো, ডাবলু, মো,রান্টু আলীসহ সকল শিক্ষক মন্ডলী। বৃষ্টি ভেজা মাঠে আনন্দ ঘন ও উৎসর মুখর পরিবেশে বিদ্যালয়টির ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা দুটি দলে অংশগ্রহণ করেন সহকারী শিক্ষক মো, মুজিবর এর রেফারীতে। মাঠের চারি পার্শে শতশত দর্শক ও ছাত্র -ছাত্রী ফুটবল খেলাটি উপভোগ করেন।