বাগমারায় সেনা সদস্যের সম্পত্তিতে প্রতিপক্ষের জোরপূর্বক ভাবে ঘর নির্মাণ

নিজস্ব প্রতিনিধিঃ
আপডেটঃ ২ আগস্ট, ২০২২ | ৩:১৩ 120 ভিউ
নিজস্ব প্রতিনিধিঃ
আপডেটঃ ২ আগস্ট, ২০২২ | ৩:১৩ 120 ভিউ
Link Copied!

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এক (অবঃ) সেনা সদস্যের সরকারি লিজকৃত সম্পত্তিতে জোরপূর্বকভাবে টিনের ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

বাগমারা উপজেলার নির্বাহী অফিসার ও বিভিন্ন দপ্তরের অভিযোগ সূত্রে এবং সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সাইদুর রহমানের চাচা মোঃ এরশাদ আলী ১৯৭০/১৯৭৬ সালে ধামিনকৌড় মৌজার ৬৪ জেল নাম্বারের ৩৯২,৪৬৩ আর,এস খতিয়ানের ৪ নং দাগে উক্ত জমির খাজনা খারিজ সরকারের কোষাগারে পরিশোধ করে ভেগদখল করে আসছিল।

পরবর্তীতে (অবঃ) সেনা সদস্য মোঃ সাইদুর রহমান ২০১৬ইং সালে সরকারি খাস সম্পত্তি লিজ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করে উক্ত জমি লিজ নিয়ে ১৩৯৬-১৪২৮ সাল পর্যন্ত সরকারী কোষাগারে খাজনাদি পরিশোধ করে তিনি ভোগদখল করে আসছে

বিজ্ঞাপন

কিন্তু হঠাৎ করে সেই ইজারাকৃত জমিতে দাঙ্গাবাজ ও দালাল প্রকৃতি মোঃ কাজেম উদ্দিন (৪৪) পিতা মৃত আছির উদ্দিন শাহ অবৈধভাবে রাতের আধারে প্রায় ৪ শতক জমিতে অবৈধভাবে জোরপূর্বক করে টিনশোট ঘর নির্মাণ করে। এতে এলাকার মধ্যে আতংক বিরাজ করছে, যার কারণে যেকোনো মুহূর্তে উক্ত জায়গায় বড় রকমের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এব্যাপারে বিবাদী মোঃ কাজেম উদ্দিনের কাছে উক্ত বিষয়টি জানার জন্য ০১৭৮২- ৯৪২২৫০ মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলো তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য পাওয়া ও সম্ভব হয়নি।

তাই পরবর্তীতে অভিযোগকারী (অবঃ) সেনা সদস্য মোঃ সাইদুর রহমানের কাছে উক্ত অভিযোগের বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার খতিয়ান ভুক্ত সম্পত্তির পাশে উক্ত ভিপি সম্পত্তি থাকায় সরকারের কোষাগারে খাজনাদি পরিশোধ করে আমাদের চাচাসহ আমি ইজারা নিয়ে প্রায় -৪০ বছর ধরে সম্পত্তি ভোগ করছি। কিন্তু দাঙ্গাবাজ কাজেম হঠাৎ করে রাতের আধারে আমার লিজকৃত সম্পত্তিতে অবৈধভাবে টিনশেটের ঘর নির্মাণ করছে, যাহা আইন বহির্ভূত। তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যে উক্ত বিবাদমান বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা যেন অতি শ্রীঘই গ্রহন করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ বরাবর যোগাযোগ করা হলো তারা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

##

শীর্ষ সংবাদ:
বুড়িচংয়ে মসজিদে ইমামের আলোচনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ;আহত ৯ হোমনায় প্রবাসীসহ ব্যবসায়ীকে ৩দিন থানা আটকে নির্যাতন ও ২৫লক্ষ টাকা চাঁদা দাবি, ওসি, এএসআইসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা ওমরাহ হজ্জে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত – ৮,আহত- ২৭ জন। নিরবে কাজ করে যাচ্ছেন ডাঃ এনামুল হক কুমিল্লায় ট‌্যাং কারখানায় ভোক্তা অধিকারের অ‌ভিযান,১লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা কুমিল্লার বরুড়ায় খাল ভরাট করে ময়লার বাগাড়,মশা বাহিত রোগ ও দুর্গন্ধে নাকাল পৌরবাসি বাগাতিপাড়ায় পরকিয়ার জেরে অন্তঃস্বত্বা স্ত্রী কে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ধান ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু ঝিনাইদহের কোটচাঁদপুর রক্তক্ষয়ী সংঘর্ষের আহত -৯ নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির বিরুদ্ধে মাছ চুরি মারপিট ও হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ কারাগারে স্কুল ছাত্রীর আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ মান্দায় জীবনের নিরাপত্ত্বাহীনতায় অসহায় পরিবারের লোকজন মোহনপুরে গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলার এজেন্ট আইনী প্রক্রিয়া শেষে ভ্যান চালকের লাশ দাফন ঝিকরগাছায় বখাটেদের ইভটিজিং এর শিকার, স্কুল ছাত্রীর আত্মহত্যা কুমিল্লার দেবিদ্বারে শিক্ষক সমিতির মানববন্ধন ও সংবাদ সম্মেলন “অত্যাচার করেছে বিএনপি-জামায়াত জোট” : প্রধানমন্ত্রী রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষক আহত