বাগমারায় নদীতে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার


রাজশাহীর বাগমারায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর এক ব্যবসায়ীর মরহেদ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার তাহেরপুর পৌরসভার বারনই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম রূপ কুমার হালদার (৩৮)। তিনি বাগমারার উপজেলার তাহেরপুর পৌরসভার হরিপালা জেলেপড়া গ্রামের মৃত নিয়ন হালদারের ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের টিম লিডার সাব অফিসার মো. নুরুন্নবী বলেন, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বারনই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন ওই ব্যবসায়ী। স্থানীয় জেলেরা জাল নামিয়ে অনেক খোঁজাখুঁজি করেছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। রাতে তাকে পাওয়া যায়নি। শনিবার রাতে ওই ব্যক্তির ডুবে যাওয়ার খবর পাই। এরপর রোববার ভোর ৫টায় আমরা বাগমারার উদ্দেশ্যে রওনা দিই। ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বরনই নদীতে তল্লাশি চালাই। ডুবুরি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নদীর তলদেশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
নুরুন্নবী আরও বলেন, শনিবার বিকেলে গ্রামের এক মৃত ব্যক্তির সৎকারে অংশ নিয়ে রূপ কুমার হালদার নদীতে গোসল করতে নামেন। ওই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। যে কারণে নদীতে নেমে তিনি তলিয়ে যান। সাঁতার কাটতে জানলেও তিনি আর উঠে আসতে পারেন নি বলে স্থানীয়রা জানিয়েছেন। মরদেহ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ সৎকারের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।