বাংলাদেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে- রাবি উপাচার্য


সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নস্যাৎ করতে চালানো ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনটি পালিত হয়।বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। উপাচার্য একুশে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানান। সেই দেশবিরোধী হামলায় আইভি রহমান সহ ২৪ জনকে হত্যা করা হয়েছিল। এখনও অনেক মানুষ গ্রেনেডের স্প্রিন্ট শরীরে বহন করে বেড়াচ্ছে। ভাগ্যগুণে সেই হামলায় দেশনেত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন। কিন্তু তাকে মেরে ফেলার পায়তারা এখনও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ১৯৭৫ সালে যে দেশবিরোধী শক্তি বঙ্গবন্ধুরকে হত্যা করেছিল সেই একই শক্তি আমাদের দেশের চার নেতা হত্যাকাণ্ডে জড়িত ছিল। এখন তাদের উদ্দেশ্য দেশনেত্রী শেখ হাসিনাকে হত্যা করে দেশের ক্ষমতা দখল করা। আর এসব অশুভ শক্তিকে লালন করে দেশের বর্তমান বিরোধীদলসহ আরো কিছু রাজনৈতিক দলগুলো। এসব শক্তি গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসতে চায় না কারণ তারা জানে দেশের মানুষ তাদের সাথে নেই। তাই তারা অরাজকতা সৃষ্টি করে দেশের মসনদে বসতে চায়। বর্তমান সরকারের উচিত খুবই কঠোর হস্তে এইসব অশুভ শক্তিকে দমন করা যাতে তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং একুশে আগস্টের মতো কালো দিন বাংলাদেশকে আর যেন কলঙ্কিত করতে না পারে। বাংলাদেশ আওয়ামী-লীগ একমাত্র দল যারা গণমানুষের আদর্শ লালন করে। যারা গণতন্ত্র চর্চা করে বলে জানান তিনি।
মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. সুলতান উল ইসলাম বলেন, ২১ আগষ্ট সে সময়ের সরকার তাদের বিরোধীদের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালায় তার নিন্দা দেশের প্রতিটি মানুষ জানায় । বাংলাদেশ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে তিরিশ লক্ষ মানুষ জীবন উৎসর্গ করে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু সেই স্বাধীনতা বিরোধীরা এখন পায়তারা চালিয়ে যাচ্ছে কিভাবে দেশে আরও অরাজকতা সৃষ্টি করে দেশের মানুষকে বিপদে ফেলা যায়। তারা এখনও বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে দেশকে পাকিস্তান বানাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার উৎকৃষ্ট উদাহরণ ২১ আগষ্ট এর গ্রেনেড হামলা । আমাদের সকলকেই দেশবিরোধী এই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আমরাই বঙ্গবন্ধুর এই স্বপ্নের দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস বলেন বাংলাদেশের ইতিহাসে ১৫ আগস্ট এর পর আরেকটি কালো দিন হলো ২১ আগষ্ট ।
এই দিনের তাৎপর্য অনেক। ১৫ আগষ্ট ১৯৭৫ যে কালো চেতনার বদৌলতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদের হত্যা করা হয়েছিল ঠিক একই চেতনায় ২১ আগষ্ট দেশনেত্রী শেখ হাসিনার উপর হামলা করা হয়েছে। অশুভ শক্তি মুক্তিযুদ্ধের চেতনার উপর হামলা করেছে।
তিনি বলেন, এখন পর্যন্ত মোট একুশ বার হামলা শেখ হাসিনার উপর হামলা চালায় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা। তারা দেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনার সোনার বাংলাদেশকে তারা মৃত্যুকুপে পরিনত করতে চায়। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে লালিত দেশের মানুষেরা তা কখনোই হতে দেবে না।
২১ আগস্টের গ্রেনেড হামলায় ঊনিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএনপি ও বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকার পরেও বিরোধী দলের উপর হামলা হত্যা চেষ্টা প্রমাণ করে তারা কি আদর্শ নিয়ে রাজনীতি করে । আজ এতো দিন পরেও তাদের এই চেষ্টা অব্যাহত আছে এবং তা বিভিন্ন সময়ে বিভিন্ন সহিংসতার মাধ্যমে প্রমাণ হয়েছে তাদের শক্ত হাতে প্রতিহত করা উচিত। তারা ক্ষমতায় গেলে দেশে অরাজকতা সৃষ্টি ছাড়া আর কিছু হবে না বলে জানান তিনি।
মানববন্ধের সঞ্চালনায় ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক প্রফেসর মিজানুর রহমান । এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর প্রভাষ কর্মকার, প্রফেসর রবিউল ইসলাম, প্রফেসর জান্নাতুল ফেরদৌস, প্রফেসর হাসিবুল আলম প্রধান প্রমুখ।
##