বদলগাছীতে ইরি-বোরো ধান চাষে ব্যস্ত চাষিরা ।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৫০ 18 ভিউ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৫০ 18 ভিউ
Link Copied!

উত্তরবঙ্গের শস্যভান্ডার খ্যাত নওগাঁর বদলগাছী উপজেলায় ইরি-বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন এখানকার চাষিরা।

শীত আর কুয়াশা কাবু করতে পারেনি তাদের। তবে চারা রোপন খানিকটা ব্যহত হচ্ছে । আবহাওয়া ভালো হওয়ার অপেক্ষা করছেন চাষিরা। এবছর ধানের দাম একটু ভালো পাওয়ায় কৃষকদের মাঝে কিছুটা উচ্ছ্বাস দেখা গেছে। এদিকে মাঘ মাসের শুরু থেকেই শীত একটু বেড়ে গেছে। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে কৃষকেরা ইরি-বোর ধান চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। বর্তমান আবহাওয়ার মতো চাষের সময়ে ও আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ও বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা।

সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, কেউ কেউ শীত উপেক্ষা করে বীজতলা থেকে চারা তুলে জমা করছে। আবার কেউ কেউ পাওয়ার টিলার দিয়ে হালচাষ দিয়ে জমি তৈরি করছে। আবার কোথাও কোথাও কৃষকেরা তাদের তৈরিকৃত জমিতে ইরি-বোরো ধানের চারা রোপন করছে। কোথাও গভীর ও অগভীর নলকূপ দিয়ে পুরোদমে চলছে জমিতে সেঁচ-কাজ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৮টি ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ১১ হাজার ৭৪০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩শত হেক্টর। চাষকৃত জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৬৯০ মেট্রিক টন চাল। এবছর ধান রোপনের জন্য প্রায় ৭শত ৭০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করা হয়েছে। উফশী ধানের বীজতলা ৬২০ হেক্টর ও হাইব্রিড ধানের বীজতলা ১৫০ হেক্টর। বোরো ও উফশী বোরো ধানের লক্ষ্যমাত্রা ১১ হাজার ৪৫০ হেক্টর ও হাইব্রিড বোরো ধানের লক্ষ্যমাত্রা ২৯০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বোরোধান আবাদ করা হবে। আগামী ১০-১৫ দিনের মধ্যে শতভাগ জমিতে ইরি-বোরো ধানের রোপন কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সরকারের পুর্নবাসন বীজ সহায়তা ও প্রণোদনার আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ৫ হাজার ৩শ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ ও ৫শ জনকে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। এব্যপাারে উপজেলার আধাইপুর ইউপির ঠাকুর পাড়া গ্রামের কৃষক শ্রীঃ তাপস চন্দ্র মন্ডল বলেন, সরকারি প্রণোদনার অংশ হিসেবে হাইব্রিড ধানের বীজ ও সার সহায়তা পেয়ে ২বিঘা জমিতে আগাম চাষ শুরু করেছি। আগাম ধান রোপন করলে ভালো ফলন পাওয়া যায়। ধানের রোগ বালাই কম থাকে। তাই আমি প্রতিবছর আগাম ইরি-বোরো ধানের চারা রোপন করে থাকি। আর অন্যান্য জাতের ধান আগামী ৩/৪ দিনের মধ্যে রোপনের চেষ্টা করবো।

বিজ্ঞাপন

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, সরকারি প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার সহ বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সহায়তা করা হয়েছে । আবহাওয়া অনুকূলে থাকলে এবং কীটপতঙ্গের আক্রমণ কম হলে এ মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও সার্বক্ষণিক সুপরামর্শ দেওয়া হবে।

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান