ফরিদপুরে প্রাইভেট কারের ধাক্কায় ঝিনাইদহের ট্রাক চালকের মৃত্যু

Link Copied!

ফরিদপুরে প্রাইভেট কারের ধাক্কায় ঝিনাইদহের কামাল হোসেন (৩২) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের ট্রাকচালক কামাল হোসেন রাতে মোংলা বন্দর থেকে গ্যাস সিলিন্ডার বোঝায় ট্রাক নিয়ে ভাঙ্গা যাচ্ছিলো। পথে সোয়াদি নামক স্থানে গাড়ি পার্কিং করে হোটেলে খাবার খেতে যান। খাওয়া শেষে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রæতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বৃহস্পতিবার সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।