প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে খুশি চা শ্রমিকরা


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে দৈনিক মজুরি ১৭০ টাকা ধার্য করায় খুশি চা শ্রমিকরা। তারা প্রধানমন্ত্রী উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।
চা শ্রমিক নেতারা বলেন, আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর শ্রমিক নেতারা চা বাগানের পঞ্চায়েত নিয়ে বসেন। পঞ্চায়েত কমিটির প্রত্যেকে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ সিদ্ধান্তে তারা অনেক খুশি।
সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তের পর দীর্ঘ ১৯ দিনের কর্মবিরতি ইস্তফা দিয়ে রোববার (২৮ আগস্ট) থেকে পুরোদমে বাগানে কাজে যোগ দেবেন শ্রমিকরা। এতে করে চা-শিল্পে দীর্ঘ ১৯ দিনের অচলাবস্থার নিরসন হতে যাচ্ছে।
চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, যেভাবে চেয়েছিলাম, তা পেয়েছি। পুরো শ্রমিকজাতি চেয়ে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। তিনি যে মজুরি ঘোষণা করেছেন তা শ্রমিকরা মেনে নিয়েছে। শ্রমিকরা কাজে ফিরে যাবে।
চাদপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি সাধরণ সাঁওতাল বলেন, আমরা আনন্দ মিছিল করব এবং প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ করব। সোমবার থেকে ২৪ চা বাগানের ২৫ হাজার শ্রমিক কাজে যোগদান করবে।
##