প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা চাঁদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ

Link Copied!

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও তাকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামীলীগ প্রেমি মহানগরের সকল নেত্রীবৃন্দ।
##