পুঠিয়া শিলমাড়িয়া ইউপি’তে ছেলের চিকিৎসা খরচ জোগাতে বাবার আকুতি

Link Copied!

রাজশাহী পুঠিয়া ৫ নং শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ এর ১ নং ওয়ার্ডের আবুল কালাম এর ছোট ছেলে গালিব (৮) এর বাম পায়ে হাড়ে মধ্যে টিউমার রোগে আক্রান্ত দীর্ঘ দিন থেকে অপারেশন এর অভাবে পঙ্গু অবস্থায় বাসায় অবস্থান করছে। চলতে ফিরতে পারেন না। পঙ্গু ছেলের অপারেশন এর জন্য বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগীতার জন্য ঘুরছেন ছেলের বাবা আবুল কামাল। গালিবের অপারেশনের জন্য আনুমানিক ২ লক্ষ টাকার প্রয়োজন। ভ্যান চালক কালামের পক্ষে তা ব্যয় বহুল হওয়ায় ও বসতবাড়ি ছাড়া ও ভ্যান চালিয়ে সংসার টানাপোড়ার মধ্যে নিজের পক্ষে সম্ভব নই। ছেলের বাবা কালাম সকলের নিকট আর্থিক সহযোগীতা চেয়েছেন। যোগাযোগ বিকাশ পাসোনাল নাম্বার ০১৭২৩-০৫০২৬৩