পলাশবাড়ীতে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) দেওয়ান মোঃ রেজাউল করিম, কং/২৫৯ সমরেন্দ্রনাথ, কং/৫৬০ মোঃ ফরহাদ হোসেন, ড্রাইঃ কং/৫১ মোঃ মোকলেছুর রহমানসহ সঙ্গীয় টিম ঢাকা – রংপুর মহাসড়কের উপর গাড়ি চেকিং করাকালে আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় যাত্রীবাহী বাস স্বাধীন পরিবহন যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৫০৫৫ থামিয়ে চেকিং করাকালে বাসে যাত্রীবেশে থাকা মাদক কারবারি ১। মোঃ আব্দুস সোবহান (২০), ২। মোঃ শাহিদার রহমান (৪০) এর হেফাজত হইতে (পাঁচ) ৫ কেজি গাঁজা কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর লাল পলিথিনে মোড়ানো সাদা কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ আব্দুস সোবহান (২০) লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কালিকাপুর শৈলমারী গ্রামের নবীর আলীর ছেলে অপর জন একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ২। মোঃ শাহিদার রহমান (৪০)।
এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের হয়। থানার মামলা নং-০১, তারিখ-০১/০৯/২০২২, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।
##