পবিত্র আশুরা উপলক্ষে হযরত শাহমখদুম (রা.) মাজারে আশুরা উদযাপিত

Link Copied!

পবিত্র আশুরা উপলক্ষে হযরত শাহমখদুম (রা.) মাজারে আশুরা উদযাপিত হয়েছে।
৮ আগস্ট রোজ সোমবার দরগাপাড়া হযরত শাহমখদুম (রা.) মাজারে আশুরা উদযাপিত হয়।
পবিত্র আশুরা উপলক্ষে মাজার সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
মোনাজাত শেষে মুশল্লিদের মাঝে দরগা স্টেট কমিটির উদ্যেগে তবারক বিতারণ করা হয়। এ সময় কমিটির সকল সদস্য বিন্দ এবং এলাকা ও আগত সম্মানী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
##