নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব


সিলেটের বিয়ানীবাজার উপজেলা প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১ মার্চ সকালে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হয়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম ডিম খাওয়ানো উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের ডিম খাওয়ানো হয়েছে। শিশুদের প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি পুষ্টিকর ও ভিটামিনযুক্ত খাবার খাওয়াতে হবে।
তিনি আরও বলেন, শিশুদের বেড়ে ওঠা, মেধা বিকাশ ও শেখার জন্য শক্তির প্রয়োজন। এজন্য শিশুদের ডিম, দুধ, মাছ-মাংস সহ প্রোটিন জাতীয় খাবার খুবই গুরুত্বপূর্ণ। এতে করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অন্যদিকে পুষ্টি চাহিদা পুরণ হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আবুল বাশার শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. এ কে এম মুক্তাদির বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে। আরও বক্তব্য রাখেন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এনাম হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা দাস। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ছফর উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেক হোসেন সহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের এমন আয়োজনে উপস্থিত প্রধান অতিথিসহ আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে বিদ্যালয়ের উওরপাশের খোলা স্থানে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একটি গেইটের প্রয়োজনীয়তা তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরলে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বিদ্যালয়ে গেইট নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস প্রদান করেন।