নিজাম সরদারের আম বাগান বাউফলে সম্ভাবনাময়

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:০৪ 14 ভিউ
সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:০৪ 14 ভিউ
Link Copied!

পটুয়াখালীর বাউফলে নিজাম সরদার দু’ একর জমিতে আম বাগান গড়ে দৃষ্টান্তর হয়ে উঠেছেন। উপজেলা সদর থেকে ৪ কিলোমিটিার অদূরে ছোট ডালিমায় এ আমের বাগান তার। বর্তমানে তার বাগানে রয়েছে ২৫০ টি আম গাছ। অন্য দিকে ৭-৮ টি আজওয়া খেজুর গাছের চারা নিয়ে খেজুর বাগান গড়ে তুলেছেন। যেন নিজাম সরদারের আম বাগান বাউফলে সম্ভাবনাময়।

সরেজমিনে দীর্ঘ আলাপচারিতায় জানা যায়, ঢাকায় স্টিল এর ব্যবসা বাদ দিয়ে তার নিজ এলাকায় ২০২০ সালে মাত্র কয়েকটি আম গাছের চারা নিয়ে আম বাগানের প্রথম শুরু করেন। নওগাঁর সান্তাহার থেকে আম গাছের চারা সংগ্রহ করে তার নিকট আত্বীয়র পরামর্শ অনুসারে ধীরে ধীরে বাগানে যাত্রা শুরু। গতবছর থেকে বানিজ্যিক ভাবে আম বিক্রয় শুরু করেন। বর্তমানে তার বাগানে হাড়ি ভাঙ্গা, আম্রপালি, কাঁচামিঠা, তোতাপুরী, মিশ্রিদানা ইত্যাদি প্রজাতির আম গাছ রয়েছে। সেসব গাছে এখন মুকুল আর মুকুল। এছাড়ও আম বাগানের ভিতরে পুকুরে মাছ চাষ করেন। বাগানের পাশে সল্প পরিসরে সবজি ও ফলজ বৃক্ষের চাষ করতে দেখা গেছে।

আলাপকালে নিজাম প্রতিনিধিকে বলেন, প্রথমে শুরুতে ব্যাপক বাধা বিপত্তি শুরু হয়। আনেকেই অনেক রকম বিদ্্রুপ মূলক কথা বলেছেন। আম চাষের সফলতা পাবার পরে সৌদি আরব থেকে নিয়ে আসা আজওয়া খেজুর থেকে বীজ সংগ্রহ করে সামাজিক ভিডিও মাধ্যম ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে তা রোপন করি এবং বীজ রোপনের পরে তা থেকে চারা বড় হওয়া শুরু হয়। প্রাথমিক ভাবে এই গাছের আবাদ শুরু করি বর্তমানে বেশ কিছু চারা নিয়ে একটি বাগান গড়ে তুলেছি, অনলাইন থেকে ভিডিও দেখে তাদের ফোন নম্বরে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুসারে বাগানে জৈব সার ও কীটনাশক ব্যবহার করেছি। তিনি আরো বলেন, আমার সফলতা দেখার পরে আনেকেই আবার উৎসহ প্রদান করে। এলাকায় অনেকই আম বাগান গড়ে তোলার জন্য উৎসাহিত হচ্ছেন। যদি কোন শিক্ষিত তরুণ বা যুবকরা কৃষি খামার করতে চায় তাহলে তারা ভালো করবেন। তরুনরা এগিয়ে এলে আগামীতে আরও বড় পরিসরে কৃষিতে ভূমিকা রাখবেন বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

বড় ডালিমার বাসিন্ধা ও স্কুল শিক্ষক মোঃ হারুন- অর- রশিদ বলেন, তিনি এলাকার বেকার যুবকদের আম বাগান করা জন্য উৎসাহিত করছে এবং বিভিন্ন খচাষীদের সার এর নিদিষ্ট ব্যবহার, ঔষধ ব্যবহার, পোকামাকড় নিধন ইত্যাদি সম্পর্কে বিভিন্ন ধারনা প্রদান করে থাকেন। এবং তার আম বাগানে এলাকার বেশ কিছু বেকার লোকজনের কর্মস্থানের ব্যবস্থা করেছেন।

কৃষি সম্প্রসারন বিভাগ উদ্ভিদ উপ-সহকারি কৃষি কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা বলেন, বাউফলে মাটি আম উৎপাদনের জন্য আদর্শ। আম একটি অর্থকারী ফসল,বিশেষ করে উন্নতজাত, সেচ, রোগ-বালাই নিয়ন্তন ও পরিচর্যা করলে ভাল ফলাফল পাওয়া যাবে। নিজাম সরদারের আম বাগানের যেকোন সমস্যায় ও পরামর্শে বাউফল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সহযোগিতা অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান