নান্দাইলে শিডিউল ছাড়া অতিরিক্ত লোডশেডিং

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেটঃ ৩১ জুলাই, ২০২২ | ২:৩৪ 134 ভিউ
ময়মনসিংহ প্রতিনিধি
আপডেটঃ ৩১ জুলাই, ২০২২ | ২:৩৪ 134 ভিউ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে শিডিউল না মেনেই অতিরিক্ত লোডশেডিং ফলে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। শিডিউল অনুযায়ী বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করে শিডিউল অনুযায়ী লোডশেডিং চেয়েছে গ্রাহকরা।

ভোক্তাদের অভিযোগ শিডিউল ছাড়া লোডশেডিং অপর দিকে অতিরিক্ত বিদ্যুৎ বিল দুটিই গ্রাহকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

সারা দেশে বিদ্যুতের সংকট মোকাবেলায় গত ১৯ জুলাই থেকে এলাকা ভিত্তিক দুই- এক ঘন্টার লোডশেডিং থাকবে বলে জানানো হয়। কিন্তু কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নান্দাইল জোনাল অফিস তা মানছে না। যেখানে শিডিউল অনুযায়ী এক -দুই ঘন্টা লোডশেডিংয়ের কথা থাকলেও ১২-১৩ ঘন্টা থাকছে না বিদ্যুৎ যেখানে শিডিউলের বিপর্যয় ঘটেছে।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নান্দাইল জোনাল অফিসের আওতায় পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে ১লক্ষ ২০ হাজার গ্রাহক রয়েছে। গ্রাহকের তুলনায় প্রতিদিন ২৭-২৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়াতে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। যার কারনে চাহিদা ও বিদ্যুৎ শিডিউল অনুযায়ী লোডশেডিং দেওয়া সম্ভব হচ্ছে না বলে বিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষ জানান। তবে গ্রাহকদের অভিযোগ শিডিউল তৈরি করলেও তা অনুযায়ী লোডশেডিং হচ্ছে না বরং লোডশেডিং আরো বেড়েছে।

নান্দাইল পৌর সদরে শিডিউল অনুযায়ী লোডশেডিং হলেও গ্রামে এর ভিন্ন চিত্র। নান্দাইল জোনাল অফিসের শিডিউল পর্যালোচনা করে দেখা গেছে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে শিডিউল অনুযায়ী লোডশেডিং থাকলেও দেখা গেছে ভিন্ন চিত্র। গত দুই দিনের তথ্যমতে, বুধবার দিবাগত রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত টানা ৬ ঘন্টা লোডশেডিং। তারপর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৩ ঘন্টা লোডশেডিং। বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এক -দুই ঘন্টা লোডশেডিং। রাত সাড়ে ৯ টা থেকে ১২ টা শুক্রবার ভোর থেকে ৯ টা পর্যন্ত লোডশেডিং। এতে থেকে বুঝা যায় শিডিউলের কোন কিছুই নেই।

অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে বিদ্যুৎ বিল বেড়ে গেছে। গত মাসের বিদ্যুৎ বিলের তুলনায় এ মাসে অর্ধেক বিল বেশি এসেছে। এ দিকে আবার বিলের সময় মিটার না দেখে রিডিং লিখে নেওয়ারও অভিযোগ রয়েছে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। ফলে অতিরিক্ত বিলের টাকা গুনতে হয় গ্রাহকদের।

বিজ্ঞাপন

নান্দাইল উপজেলা চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মোছা. নাছিমা আক্তার বলেন,শিডিউল অনুযায়ী বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় আছি। গোসল ও খাবারের পানির সমস্যা হয়। কিন্তু শিডিউল অনুযায়ী লোডশেডিংয়ের কথা থাকলে দেখা গেছে তার এক -দুই ঘন্টা আগে বিদ্যুৎ চলে গেছে কখন আবার আসবে তা বলা যায় না৷ এজন্য গ্রাহকদের কথা বিবেচনা করে লোডশেডিং শিডিউল করে দেওয়া হলে ভাল হয়। এতে কেউ ভোগান্তিতে পড়বে না।

অটো চালক মো. সুজন মিয়া বলেন, ইদানিং লোডশেডিংয়ের ফলে অটোতে চার্জ করা যায় না। যাও একটু আসে আবার কিছুক্ষণ থেকে চলে যায়। দিনে ১০-১২ বার বিদ্যুৎ আসা যাওয়া করে। চার্জ না হলে রাস্তায় বের হওয়া যায় না। আবার বের না হলে সংসার চলে না।

নান্দাইল উপজেলা পল্লী বিদ্যুৎ গ্রাহক অধিকার পরিষদে যুগ্ন আহবায়ক এইচএম মিজান তালুকদার বলেন, শিডিউল ছাড়া অতিরিক্ত লোডশেডিং মোটেও কাম্য নয়। এর অতিরিক্ত হলে সেটা গ্রাহকদের সাথে বাওতাজী করা হবে ৷

নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী বিপ্লব চন্দ্র সরকার বলেন, শিডিউল অনুযায়ী কোনভাবেই বিদ্যুৎ দেওয়া সম্ভব না৷ উপর থেকেই আমরা শিডিউল অনুযায়ী বিদ্যুৎ পাই না। ২৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন পড়ে আমরা পাচ্ছি ১২-১৩ মেগাওয়াট। মাঝে মধ্যে ৮-১০ মেগাওয়াট পাই।

এতে তো আমাদের কিছু করার নেই এটা জাতীয় সমস্যা। তবে যখন বিদ্যুৎ দেওয়া হয় তখন তো সবাই অতিরিক্ত বিদ্যুৎ অপচয় করে পেলে এব্যাপারে সবার মিথ্যব্যয়ী হতে হবে।

##

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান