নান্দাইলে বিষপানে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু


নান্দাইলে মোছা. শান্তা আক্তার (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর বিষ পানের দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে বিকালে মৃত্যু হয়।
নিহত শান্তা আক্তার উপজেলার রাজগাতি ইউনিয়নে বনাটি গাংগাইলপাড়া গ্রামের আজিজুল হকের কন্যা।সে স্থানীয় কালীগঞ্জ বাবুল উলুম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়,গত মঙ্গলবার মোছা. শান্তা আক্তার নিজ বাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যা চেষ্টা করে।বিষপানের বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এক পর্যায়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। কি কারনে শান্তা বিষপান করেছে সে ব্যাপারে পরিবারের কেউ কিছু বলতে পারেনি।
এদিকে দুদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৃহস্পতিবার বিকালে মৃত্যু হয়।মোছা. শান্তা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারই পিতা আজিজুল হক।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এটার ময়মনসিংহ কোতোয়ালি থানার আওতায় পড়েছে।সে ব্যাপারে তারা ব্যবস্থা নিবে।
##