নান্দাইলে অটো রিক্সা চোর জনতার হাতে আটক ২


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন আঠার বাড়ী ইউনিয়ের খালবালা থেকে অটো রিক্সা চুরি করে পালিয়া যাওয়ার সময় নান্দাইল উপজেলার মেইন গেইটের সামনে পৌর কর আদায়ের সময়, কর আদায় কারী মাজহারুলের হাতে ব্যাটারী চালিত অটো রিক্সা ও দুই চোর আটক।
আজ (১১ আগষ্ট) বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার নান্দাইল উপজেলার মেইন গেইটের সামনে এ ঘটনা ঘটে।
উপস্থিত জনতা জানায়, উপজেলার মেইন গেইটের সামনে পৌর কর আদায়ের সময় ব্যাটারী চালিত অটোরিক্সার মালিক পিছন থেকে ধাওয়া করে এসে কর আদায়কারীর কাছে বলে।
এই ব্যাটারি চালিত অটো রিক্সা আমার, এই ছেলে আর মহিলা চুরি করেছে আমার অটো রিক্সা। তারা চুরি করে এইমাত্র নিয়ে আসছে। অটো রিক্সায় থাকা দেলোয়ার (২৮) হোসেনপুর থানার সাইরের চর গ্রামের জব্বারের ছেলে ও আখি (৩৮) হোসেনপুর থানার সাইরের চর গ্রামের মৃত কাদিরের স্ত্রী।
বিক্ষুব্ধ জনতা চোরকে আটক করার পর স্থানীয় ভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা এই ব্যাটারি চালিত অটো রিক্সা চুরি করেছে বলে শিকার করে।
পরবর্তীতে নান্দাইল মডেল থানার এস আই সবুর দারোগা কে ফোন কলের মাধ্যমে বিষয়টি অবগত করলে, নান্দাইল মডেল থানার পুলিশ, চোরকে তাৎক্ষণিক বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করে।
বর্তমানে অটো রিক্সা চোর নান্দাইল মডেল থানার পুলিশ হেফাজতে আছে। এ বিষয়ে এস আই সবুর দারোগার সাথে কথা বললে তিনি বলেন, এই দুই চোরকে হাতে-নাতে আটক করেছে জনতা। আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করেছি।