নাটোর মিরপাড়া খ্রিস্টানের বাগানে মাদক ব্যাবসায়ীদের হামলায় আহত-০৩

মোস্তাফিজুর রহমান জীবন
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২২ | ১:৪৪ 52 ভিউ
মোস্তাফিজুর রহমান জীবন
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২২ | ১:৪৪ 52 ভিউ
Link Copied!

নাটোর জেলার সদর থানাধীন পৌরসভার ০৬ ওয়ার্ডের মিরপাড়া খ্রিস্টানের বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
মাদক ব্যাবসায়ীদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন নাটোর সদর থানাধীন সামসুল কাজির ছেলে জামাল কাজি তার স্ত্রী লাকি বেগম ও তার ছেলে রাকিব হোসেন।
গুরুতর আহত ০৩ জন বর্তমানে রামেক হাসপাতালের ০৮ নং ওয়ার্ডের ফ্লোরে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ঘটনা সুত্রে সুত্রে জানা যায়, সদর থানাধীন খ্রিস্টানের বাগানের জমিতে প্রায় ৫০ থেকে ৬০ টি পরিবার দীর্ঘদিন ধরে অস্থায়ী ভাবে বসবাস করে আসছেন। সেই সুবাদেই জামাল কাজি ও তার স্ত্রী লাকি বেগম তাদের ছেলেদের নিয়ে বসবাস করছেন।

গত ০২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সারে ৬ টার সময় পাশের লোকের বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে একইসাথে জায়গায় বসবাসরত জামালের ছেলে রাজিবের সাথে খ্রিস্টানের বাগানে বসবাস কারী ফরিদপুর জেলা থেকে আগত মনিরুজ্জামান ও তার ছেলে তানভীরের সাথে বাউন্ডারি দেওয়াল নির্মাণ কে নির্মাণকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়।
বাকবিতণ্ডার এক পর্যায়ে আগে থেকে ওত পেতে থাকা
মনিরুজ্জামানের ছেলে তানভীর, মাদকের মুল হোতা মনিরুজ্জামাবের খালা মিলন ও তার ছেলে আদম,মেয়ে সুবর্ণাসহ বহিরাগতদের নিয়ে রড দেশিয় অস্ত্র হাসুয়া, রামদা, জি আই পাইপ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে একই পরিবারের ৩ জনকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে রাকিবকের মা লাকী বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে নুরুজ্জামান ও তার ছেলে তারভীর ধারালো অস্ত্রের দিয়ে মারাত্মক জখম করে। রাকিবের বাবা জামাল কাজি এগিয়ে আসলে তাকেও হাসুয়া দিয়ে আঘাত করে ডান চোখে আঘাত প্রাপ্ত হয়ে নিচে পরে গেলে বুকে পা দিয়ে চেপে ধরলে ঘটনাস্থলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
আহতদের চিৎকারে জামাল কাজির বড় সাজ্জাদ কাজী এগিয়ে এলে তাকে বেদম মারধর করে আহত করেন বলে এই ভুক্তভোগী পরিবার।
হামলার বিষয়ে জামাল কাজি প্রতিবেদককে বলেন, মনিরুজ্জামান আর আমরা প্রতিবেশী আমার বাড়ি সংলগ্ন জমিতে রাস্তা ছেরে দেওয়ার পরেও নাটোর পৌরসভার মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মনিরুজ্জামান ও তার পরিবারের সদস্যরা। এ অভিযোগের বিষয়ে তদন্ত করে কোনো সত্যতা পায়নি।

বিজ্ঞাপন

আহত জামাল আরও বলেন, মনিরুজ্জামানের মিলন খালা দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান শারী কাপুর ব্লাকির মাধ্যমে ছদ্মবেশে বিভিন্ন স্থানে মাদক সরবরাহের কাজ করে আসছে এলাকায় তিনি ইয়াবা ও ফেন্সিডিল মিলন খালা নামে বেশ পরিচিত।

জামানের ছেলে রাকিব হোসেন বলেন,ইদানিং খ্রিস্টানের বাগানে মাদকাসক্ত তরুণদের আনাগুনা বেশী হওয়ায় বসবাসকারীরা মৌখিকভাবে নিষেধ করায়, পূর্বেও একবার বাক-বিতণ্ডার মত ঘটনা ঘটেছে নুরুজ্জামানের মিলন খালা ও তার দুই ছেলে মেয়ের সাথে।
এরি জের ধরে আগে থেকে ওত পেতে পরিকল্পিত ভাবে অস্ত্রসহ এ হামলা চালিয়ে জখম করে আহতদের প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর জখম দেখে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

অভিযুক্ত মনিরুজ্জামানের সাথে কথা বলতে মুঠো ফোনে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এবিষয়ে নাটোর সদর থানার ওসি মোঃ নাসিম হোসেন বলেন ঘটনাটি শুনেছি এ ঘটনায় সদর থানায় কোন অভিযোগ হয়নি, অভিযোগ দিলে ততদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষ সংবাদ:
হোমনায় প্রবাসীসহ ব্যবসায়ীকে ৩দিন থানা আটকে নির্যাতন ও ২৫লক্ষ টাকা চাঁদা দাবি, ওসি, এএসআইসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা ওমরাহ হজ্জে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত – ৮,আহত- ২৭ জন। নিরবে কাজ করে যাচ্ছেন ডাঃ এনামুল হক কুমিল্লায় ট‌্যাং কারখানায় ভোক্তা অধিকারের অ‌ভিযান,১লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা কুমিল্লার বরুড়ায় খাল ভরাট করে ময়লার বাগাড়,মশা বাহিত রোগ ও দুর্গন্ধে নাকাল পৌরবাসি বাগাতিপাড়ায় পরকিয়ার জেরে অন্তঃস্বত্বা স্ত্রী কে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ধান ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু ঝিনাইদহের কোটচাঁদপুর রক্তক্ষয়ী সংঘর্ষের আহত -৯ নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির বিরুদ্ধে মাছ চুরি মারপিট ও হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ কারাগারে স্কুল ছাত্রীর আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ মান্দায় জীবনের নিরাপত্ত্বাহীনতায় অসহায় পরিবারের লোকজন মোহনপুরে গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলার এজেন্ট আইনী প্রক্রিয়া শেষে ভ্যান চালকের লাশ দাফন ঝিকরগাছায় বখাটেদের ইভটিজিং এর শিকার, স্কুল ছাত্রীর আত্মহত্যা কুমিল্লার দেবিদ্বারে শিক্ষক সমিতির মানববন্ধন ও সংবাদ সম্মেলন “অত্যাচার করেছে বিএনপি-জামায়াত জোট” : প্রধানমন্ত্রী রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষক আহত মধুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ