নওগাঁর মান্দায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২২ | ২:৩৪ 131 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২২ | ২:৩৪ 131 ভিউ
Link Copied!

নওগাঁর মান্দায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে ফেরিঘাট- নিয়ামতপুর সড়কের পাশে অবস্থিত ডাকবাংলোর সামনে এবং সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সতীহাট মহিলা মাদ্রাসার পেছনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

পৃথক সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার চকউলি শাহ্ পাড়া গ্রামের মৃত আসতুল্ল্যাহ শাহ্ এর ছেলে আকিমুদ্দিন শাহ্ (৬৮) এবং একই উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত ষষ্ঠ্যার ছেলে ভ্যানচালক আব্দুস সামাদ (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আকিমুদ্দিন মঙ্গলবার সকালে মান্দা উপজেলা ডাকবাংলোর সামনের রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় ফেরিঘাটের দিক থেকে আসা একটি অটোচার্জার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদের উদ্ধার করে থানায় আসে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সতীহাট মহিলা মাদ্রাসার পেছনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে এক আব্দুস সামাদ নামে এক ভ্যানচালক গুরুতরভাবে জখমপ্রাপ্ত হন। এরপর স্থানীয়রা উদ্ধার করে আহত ভ্যানচালক আব্দুস সামাদকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়।

পরবর্তীতে তার শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
নান্দাইলে বাড়ির সীমানাকে ক্রেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত -১ চারঘাটের কুখ্যৎ মাদক সম্রাট কালু মদাক ও অস্ত্রসহ গ্রেপ্তার! রাজশাহীতে ডিবির অভিযানে ৪ লাখ টাকার ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪! রাজশাহীতে ক্রেতা সেজে মোটরসাইকেল চুরি,আটক ১! রাজশাহী শাহমুখদুম থানায় কাভার্ড ভ্যান-সহ ৪ চোর গ্রেপ্তার! নান্দাইলে আল আমিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার -১ লালপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু নাটোরের গুরুদাসপুরে বাসের ধাক্কায় এক নারী নিহত আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেলো স্বপন দেবনাথের একমাত্র বসতঘর। মান্দায় জমি সংক্রান্ত বিরোধে ১৩ জন আহত সিংড়ায় রাস্তা নির্মাণ কাজের ধীরগতি,শ্রমিক অফিসে উল্টে পড়ল ট্রাক দুর্গাপুরে ওএমএস ডিলারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন নান্দাইলে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিয়ের নাটক করে তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে! নান্দাইলের জাহাঙ্গীর পুরে দায়ের কোপের আঘাতে নিহত-১ ও আহত-১ মহাদেবপুরে গৃহহীন ও ভুমিহীনদের মধ্যে ঘর বাড়ি বিতরণে প্রেস ব্রিফিং রাজশাহীতে শিশু ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন! ‘স্মার্ট বাংলাদেশ ও গুজব প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভা! জয়পুরহাটে চলাচল শুরুর আগেই হুমকিতে সেতু ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন