দুপচাঁচিয়ায় তিন মাদক বিক্রেতাসহ গ্রেফতার পাঁচ


গত শনিবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতা ও দুই ছাগল চোরসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলা সদরের ধাপহাট ঈদ গাঁ মাঠ সংলগ্ন এলাকা থেকে ধাপসুখানগাড়ী গ্রামের মৃত আছির উদ্দীন প্রামানিকের ছেলে মজিবর (৩০) গ্রেফতার করে। তার কাছ থেকে ১০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। এছাড়াও একই এলাকা থেকে মোস্তফাপুর উত্তরপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম ওরফে মিন্টু (৩০) ও আব্দুর রহিমের ছেলে রনি (২৪) কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পলেথিনে মোড়ানো ১৫পিচ ইয়াবা উদ্ধার করেছে। ওই রাতেই তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অপর দিকে পুলিশ পোথাট্টি এলাকার মাঠ থেকে শহিদুল মিয়ার স্ত্রী মোসলেমা বিবির ছাগল চুরি মামলায় পাঁওগাছা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ফারুক মিয়া (৩২) ও আজিজারের ছেলে রেজানুরকে (৪৮) গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে গতকাল রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।