দলের কর্মীর ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা নজরুল হুদার বিরুদ্ধে মামলা

ইফতেখার আলম
আপডেটঃ ২৮ জুলাই, ২০২২ | ১১:৩১ 143 ভিউ
ইফতেখার আলম
আপডেটঃ ২৮ জুলাই, ২০২২ | ১১:৩১ 143 ভিউ
Link Copied!

রাজশাহীতে সেচ্ছাসেবক দলের কর্মী আবু সাঈদের (৩৫) ওপর হামলার ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা দয়ের হয়েছে । মামলায় রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাসহ ৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। বুধবার ২৭ জুলাই দিবাগতরাত দেড়টার দিকে আহত সাঈদের বড় ভাই সাইফুল ইলাম মামলাটি দয়ের করেন।

এই মামলার প্রেক্ষিতে বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ নং আসামি সালাম (৩২) কে আটক করেছে পুলিশ। মালোপাড়া ফাঁড়ির ইনচার্জ মোঃ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মারামারির ঘটনায় উভয় পক্ষের ইমন ও সালাম নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে সালামকে আটকের সময় তার সাথে অন্যান্য আসামিদের কেউ সাথে ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে হায়দার আলী জানান, তাদের কাউকে চিনতে না পারায় শুধু সালামকে থানায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

এজাহার সুত্রে জানা গেছে, সোমবার (২৬ জুলাই) রাত পৌনে ১১ টার দিকে নজরুল হুদা ও তার নেতাকর্মীরা সোনাদীঘির মোড় এর একপাশে বসে গল্প করছিলেন । এসময় তাদের অন্যপাশে মহানগর বিএনপি’র সদস্য ইমন ও সেচ্ছাসেবক দলের কর্মী আবু সাঈদ মোটরসাইকেল রেখে চা খাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালে বিষয়টি নজরুল হুদার সেন্টিমেন্টে লাগে। এসময় সে এবং তার নেতা কর্মীরা তাদের উপর চড়াও হয়।একপর্যায়ে নজরুল হুদা এবং তার সঙ্গীরা এলোপাতাড়িভাবে দা এবং ছুরিকাঘাত করতে থাকলে তাৎক্ষণিকভাবে আবু সাঈদ মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তবে স্বেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদকে পেটানো ও ছুরিকাঘাতের বিষয়টি অস্বীকার করছেন বিএনপি নেতা নজরুল হুদা। তিনি বলেন, সোনাদীঘির মোড়ে আমরা বসে ছিলাম। এসময় সাইদ ইমনরা আমার সামনে মোটরসাইকেল রেখে দ্রুত এগিয়ে এসে আমার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণ তাদের ধরে মারধর করে ইমনকে পুলিশে দেয়।

এ বিষয়ে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি নিয়ে পূর্ব থেকে একটি দ্বন্দ্ব চলে আসছে। সেই ঘটনা থেকে এটি হতে পারে। তবে নিশ্চিতভাবে এখনো কোনো কিছু বলা যাচ্ছে না। এছাড়াও উভয় পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়েছে। এঘটনায় সোমবার রাতে ইমন ও পরেরদিন রাতে সালাম নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান,ওসি।##

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
ঝিকরগাছায় ৪ পিচ স্বর্ণের বার সহ দুইজন কে আটক করেছে ডিবি পুলিশ  ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু ঈশ্বরদীতে নানা আয়োজনে ঐতিহাসিক মাধপুর দিবস পালন  নান্দাইলে ভাগনের হাতে মামা খুনের ঘটনা র‍্যাবের হাতে গ্রেফতার ৩। বুড়িচংয়ে মসজিদে ইমামের আলোচনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ;আহত ৯ হোমনায় প্রবাসীসহ ব্যবসায়ীকে ৩দিন থানা আটকে নির্যাতন ও ২৫লক্ষ টাকা চাঁদা দাবি, ওসি, এএসআইসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা ওমরাহ হজ্জে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত – ৮,আহত- ২৭ জন। নিরবে কাজ করে যাচ্ছেন ডাঃ এনামুল হক কুমিল্লায় ট‌্যাং কারখানায় ভোক্তা অধিকারের অ‌ভিযান,১লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা কুমিল্লার বরুড়ায় খাল ভরাট করে ময়লার বাগাড়,মশা বাহিত রোগ ও দুর্গন্ধে নাকাল পৌরবাসি বাগাতিপাড়ায় পরকিয়ার জেরে অন্তঃস্বত্বা স্ত্রী কে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ধান ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু ঝিনাইদহের কোটচাঁদপুর রক্তক্ষয়ী সংঘর্ষের আহত -৯ নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির বিরুদ্ধে মাছ চুরি মারপিট ও হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ কারাগারে স্কুল ছাত্রীর আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ মান্দায় জীবনের নিরাপত্ত্বাহীনতায় অসহায় পরিবারের লোকজন মোহনপুরে গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলার এজেন্ট আইনী প্রক্রিয়া শেষে ভ্যান চালকের লাশ দাফন