তিতাসে মাথায় পিস্তল ঠেকিয় স্টাম্পে সই

মোঃ দ্বীন ইসলাম সাগর, তিতাস, কুমিল্লা।
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৩ | ৪:২০ 69 ভিউ
মোঃ দ্বীন ইসলাম সাগর, তিতাস, কুমিল্লা।
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৩ | ৪:২০ 69 ভিউ
Link Copied!

তিতাসে মোঃ শাহজালাল নামে একজনকে অপহরণ করে স্ট্যাম্পে সই নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত ৫ মার্চ দুপুর তিনটায় তিতাস উপজেলার বালুয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

ভিকটিম শাহজালালের সাথে কথা বলে জানা যায়, গত ৫ মার্চ রবিবার দুপুর ৩ টায় একটি অপরিচিত নম্বর থেকে আসে। তার নাম রাহাত আলী পরিচয় দিয়ে বলে ভাই ফ্রিজ ঠিক করতে পারবেন? কথাবার্তা বলে ঠিক হয় শাহজালাল বালুয়াকান্দি গ্রামে ফ্রিজ ঠিক করতে যাবে। কথামত যায়ও সে। যাওয়ার পর রাহাত আলী,বাবু, নাঈমসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তাকে মাথায় পিস্তল ঠেকিয়ে চোখ বেঁধে দাউদকান্দির ভাজরা গ্রামে নিয়ে হাত পাঁ বেঁধে মারধর করে এবং একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। সকলেই চাপ প্রয়োগ করতে থাকে তার আগের বউ ভাজরা গ্রামের নাজির হোসেন ও রাবেয়া বেগমের মেয়ে মোসাম্মৎ জিয়াসমিনকে(জুই) পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাপ দেয়। পরে তাকে মারাত্মক আহত করে রাত ১২ টায় কুমিল্লা খ ১২-৯৭৩০ নম্বরের সিএনজি যোগে নন্দীরচর শাহজালালের বাড়িতে পাঠিয়ে দেয়। এই বিষয়ে শাহজালাল বলেন, বিষয়টি নিয়ে আমি দাউদকান্দি ও তিতাস থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে নন্দীরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ভূঁইয়া বলেন আমরা উভয়পক্ষে সম্মতিক্রমে গ্রাম্য শালিশির মাধ্যমে তাদের তালাক হয়। এখন জিয়াসমিন(জুই) শাহজালালের সংসারে আসতে চায় কিন্তু শাহজালাল দ্বিতীয় করে ফেলে এবং সে ১ম স্ত্রীকে আনতে নারাজ। তাই শাহজালালের ১ম স্ত্রী (তালাক প্রাপ্ত) সন্ত্রাসি দিয়ে পূর্ব পরিকল্পনা মোবাতেক মাথায় পিস্তল ঠেকিয়ে অপরহরণ করে ভাজরা নিয়ে যায়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার সুষ্ঠ বিচার দাবি করছি এবং আস্ত্রধারি সন্ত্রাসিদে দ্রুত গ্রেফতার দাবি করছি। এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস বলেন,শাহজালাল নামে একজন তিতাস থানায় এবং দাউদকান্দি থানায় দুটি অভিযোগ করেছে। যেহেতু ঘটনাস্থল ভাজরা দাউদকান্দি সেহেতু আমাদের অভিযোগের আর কার্যকারিতা থাকে না। তবুও আমরা প্রাথমিক তদন্ত করেছি। আমাদের কাজ শেষ।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান