ডিমলায় সাংবাদিক’র মায়ের মৃত্যুতে শোক প্রকাশ


নীলফামারীর ডিমলা উপজেলা ডিমলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ তিতপাড়া (হাজীপাড়া) এলাকার বাসিন্দা ও ডিমলা সাবস্ট্রার অফিসের স্ট্যাম্প ভেন্ডার মোঃ লুৎফর রহমান এর স্ত্রী ও বাংলাদেশ প্রেস ক্লাব-ডিমলা উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক গোলাম রাব্বানী এর মাতা মোছাঃ জুলেখা বেগম আর নেই।
তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভূগছিলেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৭ টায় রংপুর ডক্টরস্ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ (২৩ আগস্ট) আছর বাদ নিজ বাড়িতে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স ৫২ বছর তিনি ছেলে-মেয়ে ভাই-বোন,নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে চলে যান।
প্রবীণ মুরুব্বীর মৃত্যুতে বাংলাদেশ প্রেস ক্লাব- ডিমলা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হামিদার রহমান, সাধারন সম্পাদক আমিনুর রহমান দুলাল ও সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমন।
এছাড়াও ডিমলা প্রেস ক্লাব, ডিমলা রিপোটার্স ইউনিটি, প্রেস ক্লাব ডিমলা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) ডিমলা, ডিমলা রিপোর্টাস ইউনির্টি, ডিমলা রিপোর্টাস ক্লাবের সকল সাংবাদিক এবং বিভিন্ন মহল শোক প্রকাশ করেন। তার পরিবারের প্রতি সমবেদনাসহ মরহুমার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন।
##