ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে মাঠ পরিদর্শন


দেশের প্রতিটি ছেলে-মেয়েকে শারীরিক ও মানসিকভাবে কর্মঠ ও সাহসী করে তুলতে দেশের প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
তারই ধারাবাহিকতায় নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ১৯৮৭ সালে নির্মিত হেলিপ্যাড মাঠটিকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য নির্বাচিত করা হয়।
গতকাল মঙ্গলবার উক্ত মাঠটি সরেজমিনে পরিদর্শনে আসেন নীলফামারী-১ (ডোমার- ডিমলা) সংসদীয় আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মঞ্জুর মোরশেদ সোহেল, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোঃ সারোয়ার জাহান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, খগাখড়িবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানা রব্বু, আবুল কালাম, ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি হামিদুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান মাস্ কনসোর্টিয়াম লিমিটেডের ম্যানেজারসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা।
যুব ও ক্রীড়া উপ-সচিব মঞ্জুর মোরশেদ- দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকাকে বলেন, প্রথম পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম হয়েছে ১২৫ উপজেলায়। এখন ২য় পর্যায়ে ১৮৬ উপজেলায় ১৮৬টি স্টেডিয়াম নির্মাণ হবে। এরমধ্যে ৮০ টি স্টেডিয়াম নির্মাণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন উপজেলায় গিয়ে মাঠ পরিদর্শন ও ডিজিটাল সার্ভে এবং ড্রয়িং এর কাজ করছে। সার্ভে ও ড্রয়িং এর কাজ শেষে মাঠ তৈরির কাজ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
##