ডিমলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু নিচু ব্রেঞ্চ বিতরণ


নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) ২০২০-২১অর্থ বছর এর আওতায় উপজেলা এলজিইডি’র কারিগরি সহযোগিতায় উপজেলার ১৪ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ শত ৮০ জোরা উঁচু নিচু ব্রেঞ্চ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২-সেপ্টেম্বর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে, উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ-সব ব্রেঞ্চ বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ডিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, হিসাব রক্ষক আসাদুজ্জামান, ঠিকাদার আলাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য, ব্রেঞ্চ বিতরন অনুষ্ঠানে ডিমলা উচ্চ বিদ্যালয়, ডিমলা সরকারী মহিলা কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, ডিমলা সিটি স্কুল এন্ড কলেজ, দোহলপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজ, আকাশ কুড়ি উচ্চ বিদ্যালয়,সাতজান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়,উত্তর নাউতারা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়,পূর্বছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয়,গয়াবাড়ী স্কুল এন্ড কলেজ, পশ্চিম ছাতনাই সানরাইজ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়,দক্ষিণ খড়িবাড়ী মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা, সম্মিলিত বন্দর খড়িবাড়ী ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসা ও দক্ষিণ কাকড়া সাইফুন সাইড উচ্চ বিদ্যালয় মিলে ১৪ টি স্কুলের মধ্যে প্রতিটি স্কুলে ২০ জোড়া উচু নিচু ব্রেঞ্চ মোট ২ শত ৮০ জোড়া ব্রেঞ্চ বিতরন করেন।