ডিমলায় ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালন

নিলফামারী প্রতিনিধি
আপডেটঃ ৫ আগস্ট, ২০২২ | ২:৫৮ 109 ভিউ
নিলফামারী প্রতিনিধি
আপডেটঃ ৫ আগস্ট, ২০২২ | ২:৫৮ 109 ভিউ
Link Copied!

নীলফামারীর ডিমলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়াপ্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

৫ আগস্ট শুক্রবার সকালে দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের অফিস কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুর সঞালনায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে দিনটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নার্থ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানা অফিসার ইনচার্জ ওসি মোকলেছুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বালাপাড়া ইউপির (সাবেক) চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোহিত কুমার সিংহ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, সহকারী প্রকৌশলী ত্রাণ শাখা ফেরদৌস আলম, উপজেলার সরকারি ও বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী, ইতিহাস সম্পর্কে বিভিন্ন ভাবে আলোচনা করেন।

এরপর সভাপতির সমাপনী বক্তব্যে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করে উপজেলা ভবনের মাঠে বিভিন্ন প্রকার বনজ ও ঔষুধি গাছ রোপন করা হয়।

##

শীর্ষ সংবাদ:
ঝিকরগাছায় ৪ পিচ স্বর্ণের বার সহ দুইজন কে আটক করেছে ডিবি পুলিশ  ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু ঈশ্বরদীতে নানা আয়োজনে ঐতিহাসিক মাধপুর দিবস পালন  নান্দাইলে ভাগনের হাতে মামা খুনের ঘটনা র‍্যাবের হাতে গ্রেফতার ৩। বুড়িচংয়ে মসজিদে ইমামের আলোচনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ;আহত ৯ হোমনায় প্রবাসীসহ ব্যবসায়ীকে ৩দিন থানা আটকে নির্যাতন ও ২৫লক্ষ টাকা চাঁদা দাবি, ওসি, এএসআইসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা ওমরাহ হজ্জে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত – ৮,আহত- ২৭ জন। নিরবে কাজ করে যাচ্ছেন ডাঃ এনামুল হক কুমিল্লায় ট‌্যাং কারখানায় ভোক্তা অধিকারের অ‌ভিযান,১লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা কুমিল্লার বরুড়ায় খাল ভরাট করে ময়লার বাগাড়,মশা বাহিত রোগ ও দুর্গন্ধে নাকাল পৌরবাসি বাগাতিপাড়ায় পরকিয়ার জেরে অন্তঃস্বত্বা স্ত্রী কে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ধান ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু ঝিনাইদহের কোটচাঁদপুর রক্তক্ষয়ী সংঘর্ষের আহত -৯ নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির বিরুদ্ধে মাছ চুরি মারপিট ও হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ কারাগারে স্কুল ছাত্রীর আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ মান্দায় জীবনের নিরাপত্ত্বাহীনতায় অসহায় পরিবারের লোকজন মোহনপুরে গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলার এজেন্ট আইনী প্রক্রিয়া শেষে ভ্যান চালকের লাশ দাফন