ডিমলায় ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালন


নীলফামারীর ডিমলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়াপ্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
৫ আগস্ট শুক্রবার সকালে দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের অফিস কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুর সঞালনায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে দিনটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নার্থ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানা অফিসার ইনচার্জ ওসি মোকলেছুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বালাপাড়া ইউপির (সাবেক) চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোহিত কুমার সিংহ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, সহকারী প্রকৌশলী ত্রাণ শাখা ফেরদৌস আলম, উপজেলার সরকারি ও বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী, ইতিহাস সম্পর্কে বিভিন্ন ভাবে আলোচনা করেন।
এরপর সভাপতির সমাপনী বক্তব্যে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করে উপজেলা ভবনের মাঠে বিভিন্ন প্রকার বনজ ও ঔষুধি গাছ রোপন করা হয়।
##