টেকনাফে হাতি শাবকের মৃতদেহ উদ্ধার


কক্সবাজারের টেকনাফে হাতির শাবকের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাখালরা গরু নিয়ে পাহাড়ে গেলে একটি হাতির শাবক পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন। পরে কক্সবাজার দক্ষিণ হোয়াইক্যং বন বিভাগের কর্মকর্তারা এসে দেখেন হাতির বাচ্চাটি মৃত।
এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা (ডিএপু) সরওয়ার আলম জানান, হোয়াইক্যং বন বিভাগ যে হাতির মৃত বাচ্চা উদ্ধার করেছে তা সম্ভবত প্রসবের সময় মারা গেছে, না হয় মৃত বাচ্চা প্রসব করেছে মা হাতি। ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, মৃত বাচ্চা হাতির সামান্য দূরে তিনটি হাতি এখনও অবস্থান করছে।