জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৭ আগস্ট, ২০২২ | ১:১৫ 45 ভিউ
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৭ আগস্ট, ২০২২ | ১:১৫ 45 ভিউ
Link Copied!

সারাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে‌ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে একটি প্রতিবাদ সমাবেশ কর্ম অনুষ্ঠিত হয়। সমাবেশে তারা তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান। এ সময় প্রায় ১৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সমাবেশে রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাইমুল ইসলাম নাইম, ”বিনা ভোটের সরকার মধ্য রাতেই ডিজেলের দাম লিটারে ৩৪টাকা, পেট্রল ৪৪ , অকটেনের দাম ৪৬ টাকা বৃদ্ধি করেছে। আমরা দাম বৃদ্ধির এই সরকারকে আর চাই না। বাংলাদেশের সংবিধানের ৩৭ নম্বর অনুচ্ছেদে প্রত্যেকটি নাগরিকের রাজপথে মিছিল ও সমাবেশ করার অধিকার রয়েছে।

কিন্তু শনিবার রাজশাহীর তালাইমারিতে ছাত্র ও গণ অধিকার পরিষদের মশাল মিছিলে পুলিশ হামলা চালায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করুক। নইলে আপনাদের পরিস্থিতি শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ হবে।

নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, আজ জনবিরোধী সরকারের কারণে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে মধ্যবিত্ত সমাজের নাভিশ্বাস উঠেছে। ‘মিডনাইট’ সরকার তাদের ‘মিডনাইট’ কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

ছাত্রলীগ ও পুলিশকে হামলা করার যে ইজারা দিয়েছে তারা সেই ইজারাও অব্যাহত রেখেছে। এই সরকার যতদিন পদত্যাগ না করবে ততদিন আমাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, গত পরশুদিন সরকার একতরফাভাবে মধ্য রাতে তেলের দাম বাড়িয়েছে।

বিশ্ব বাজারে যখন তেলের দাম কমছে তখন একটি প্রজেক্ট বাস্তবায়নের জন্য আইএমএফ’র কাছে ঋণ নিয়ে তারা তেলের দাম বৃদ্ধি করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। এই সরকার মানুষের আয় না বাড়িয়ে গ্যাস, সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ানোর পায়তারা করছে। তেলের দাম না কমালে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেন তিনি।

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, সরকার অপরিকল্পিতভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করে জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে যে দুর্ভোগ সৃষ্টি করেছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।

আমরা অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানাচ্ছি। দেশের গুটি কয়েক আমলা ও মন্ত্রী দেশকে লুটে পুটে খেয়ে এ টাকা বিদেশে পাচার করেছেন। ফলে এই সমস্যা সৃষ্টি হয়েছে।

আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন অতি শীঘ্রই সব পণ্যের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা হয়। নয়তো আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ বাড়ানো হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। এই দাম বৃদ্ধির ফলে এসব জ্বালানি চালিত পরিবহনের ভাড়াও বৃদ্ধি পেয়েছে। জ্বালানির এই দাম বৃদ্ধির প্রতিবাদে রাবিতে এই মশাল মিছিল কর্মসূচি পালিত হয়।

##

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান