জেলাপরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর মনোনয়নপত্র জমাদান


কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এর আয়োজনে ও সভাপতিত্বে এ সভায় উত্তর ও দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস্যবৃন্দ ও ১৭ টি উপজেলার এবং বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের চেয়ারম্যানগন সহ জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলের সন্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসিক মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি ছিলেন,লাকসাম পৌরমেয়র এডভোকেট ইউনূস ভূঁইয়া।মফিজুল ইসলাম বাবলু’র কন্যা ব্যারিস্টার মাসিহা ইসরাত ঐষি। সভাশেষে ৬ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা বাহাউদ্দিন বাহার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জেলাপ্রশাসক কামরুল হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগের বর্ষীয়ান রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর সহচর বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।