জমাসার গ্রেডিং টেষ্টে সিহান শেখ সিন্টু ৭ম ড্যান লাভ


ইন্দো-বাংলাদেশ জমাসার ব্লাক বেল্ট এন্ড গ্রেডিং টেষ্টে সিহান শেখ সিন্টু ব্লাক বেল্ট সপ্তম ড্যান লাভ করেছে।
গত ১,২ আগষ্ট ভারতের পশ্চিম বঙ্গের আলিপুর দোয়ার জেলার হাসিমাতে ওয়ার্ল্ড জমাসার ফেডারেশনের ব্যবস্থাপনায় ইন্দো-বাংলাদেশ জমাসার ব্লাক বেল্ট এন্ড ড্যান গ্রেডিং টেষ্ট অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক, বাংলাদেশ জমাসার মার্শাল আর্টের চীপ কোচ,চীপ রেফারী,বাংলাদেশ কারাতে ফেডারেশনের ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের জাতীয় প্রশিক্ষক ও রেফারী,আন্তর্জাতিক রেফারি সিহান শেখ ওয়াহেদ আলী সিন্টু গ্রেডিং টেষ্টে অংশ নিয়ে সফলার সাথে ৭ ড্যান লাভ করেছে।
জমাসার ওয়ার্ল্ড ফেডারেশনের গ্র্যান্ড মাস্টার অর্পণ সিং গ্রেডিং টেষ্ট নিয়ে সিহান শেখ সিন্টুকে ৭ ড্যানের জন্য নির্বাচিত করেন। এই গ্রেডিং টেষ্ট অনুষ্ঠিত হয়েছে হেমিল্টনগন্জ লিটিল এন্জেল্ছ স্কুলের ডোজোতে।
ওয়ার্ল্ড জমাসার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আরতি লামা ও গ্র্যান্ড মাস্টার অর্পণ সিং আনুষ্ঠানিক ভাবে সিহান শেখ সিন্টুকে সপ্তম ড্যান সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন।
উল্লেখ্য সিহান শেখ সিন্টু দীর্ঘ ৪১ বছর মার্শাল আর্টের জাতীয় দলের খেলোয়াড়,অধিনায়ক,কোচ,রেফারী,কর্মকর্তা হিসেবে দেশের জন্য দায়িত্ব পালন করছে।
সাউথ আফ্রিকা, রাশিয়া, কিরগিজস্হান, মালোয়শিয়াই অনুষ্ঠিত ৪টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এবং বিভিন্ন দেশে ৩৫টি আন্তর্জাতিক ও বহুবার জাতীয় প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করে বিভিন্ন এওয়া্র্ডে ভূষিত হয়েছেন।আমরা ৮৪’য়ান পরিবার বন্ধুর সাফল্যে গর্বিত।
##