চিরকুট লিখে চুরি,মোবাইল উদ্ধার হলেও চোর নাহিদ ধরাছোঁয়ার বাইরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২২ | ২:৫০ 99 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২২ | ২:৫০ 99 ভিউ
Link Copied!

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার একটি বাসা থেকে সাদা কাগজে চিরকুট লিখে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোসা. লুবা এর একটি iPhone 13 Pro Max মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোর নাহিদ (২০)। নাহিদ নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মাজারে পাশে নাজিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, তালাইমারী ফাঁড়ির ইনচার্জ এ,টি,এম আশেকুল ইসলাম তিনি বলেন, গত ২৮/০৭/২০২২ খ্রিস্টাব্দে রাতের কোন একটা সময় রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের লুবা নামের একজন শিক্ষার্থীর বাসা হতে ১ টি মোবাইল আইফোন চুরি হয় এবং সেখানে একটি চিরকুট লিখে রেখে যায় চোর। মোবাইল ফোনটির আনুমানিক মূল্য প্রায় (দুই লক্ষ টাকা)। পরে শিক্ষার্থীর ছোট ভাই উলফাত বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি জিডি দায়ের করেন,যাহার জিডি নাম্বার ১১৩৬।

তিনি আরো বলেন, মোবাইল চোর চিরকুটে লিখে যে, মোবাইল ফোনটি নিতে চাইলে ৪০ (চল্লিশ হাজার টাকা) নিয়ে চন্দ্রিমা আবাসিক এলাকায় কোন একটি ঠিকানায় টাকাটা রেখে যেতে বলে। পরে চিরকুটের লিখা অনুযায়ী মোবাইল ফোনের মালিক চিরকুটে লিখে রাখা স্থানে গেলেও সেখানে কাউকে দেখতে পাননি তিনি। পরে সেখান থেকে ফিরে আসেন।

বিজ্ঞাপন

জিডি হবার পরে আরএপি’র চন্দ্রিমা থানার পুলিশ চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার-সহ আসামির অবস্থান সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করলেও মোবাইলটির অবস্থান বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লোকেশন দেখালে পুলিশকে অনেক বিভ্রান্তের মধ্যে পড়তে হয়।

পরে কয়েক দিন অতিবাহিত হওয়ার পর গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মতিসা মাজারে ঘুরতে যায় নাহিদ সহ আরো কয়েকজন তাদের চলাফেরা ও নাহিদের হাতে এত দামি মোবাইল ফোন দেখে মতিহার থানার ডিউটিরত পুলিশের সন্দেহ হলে মোবাইলটি দেখতে চাই এবং ফোনটির দাম জানতে চাইলে, মোবাইলটি পুলিশের হাতে দিয়ে চোর নাহিদ কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে মতিহার থানা পুলিশের সহায়তায় চুরি হওয়া মোবাইলটি উদ্ধার হলেও, ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে চোর নাহিদ।

এ নিয়ে এলাকার পাড়া মহল্লার মোড়ে মোড়ে চোর নাহিদকে নিয়ে চলছে মানুষের মধ্যে সমালোচনা ও দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া।

বিজ্ঞাপন

চোর নাহিদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শীর্ষ সংবাদ:
নান্দাইলে বাড়ির সীমানাকে ক্রেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত -১ চারঘাটের কুখ্যৎ মাদক সম্রাট কালু মদাক ও অস্ত্রসহ গ্রেপ্তার! রাজশাহীতে ডিবির অভিযানে ৪ লাখ টাকার ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪! রাজশাহীতে ক্রেতা সেজে মোটরসাইকেল চুরি,আটক ১! রাজশাহী শাহমুখদুম থানায় কাভার্ড ভ্যান-সহ ৪ চোর গ্রেপ্তার! নান্দাইলে আল আমিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার -১ লালপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু নাটোরের গুরুদাসপুরে বাসের ধাক্কায় এক নারী নিহত আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেলো স্বপন দেবনাথের একমাত্র বসতঘর। মান্দায় জমি সংক্রান্ত বিরোধে ১৩ জন আহত সিংড়ায় রাস্তা নির্মাণ কাজের ধীরগতি,শ্রমিক অফিসে উল্টে পড়ল ট্রাক দুর্গাপুরে ওএমএস ডিলারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন নান্দাইলে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিয়ের নাটক করে তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে! নান্দাইলের জাহাঙ্গীর পুরে দায়ের কোপের আঘাতে নিহত-১ ও আহত-১ মহাদেবপুরে গৃহহীন ও ভুমিহীনদের মধ্যে ঘর বাড়ি বিতরণে প্রেস ব্রিফিং রাজশাহীতে শিশু ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন! ‘স্মার্ট বাংলাদেশ ও গুজব প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভা! জয়পুরহাটে চলাচল শুরুর আগেই হুমকিতে সেতু ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন