গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২২ | ৭:০৩ 47 ভিউ
গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২২ | ৭:০৩ 47 ভিউ
Link Copied!

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড ও সোনাকুড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার সুকতাইল গ্রামের আকরাম আলী শেখের ছেলে ফরহাদ শেখ (৩৮), সোনাকুড় গ্রামের মোশারফ হোসেন স্ত্রী রুবিয়া বেগম (৫৫)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীর উদ্দীন বলেন, গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে থ্রি হুইলারের সংঘর্ষ হয়।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল পিকআপের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী মারা যান। আহত অপর আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, অপরদিকে গোপালগঞ্জে-টুঙ্গিপাড়া সড়ক পার হবার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল রুবিয়া বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বিজ্ঞাপন

##

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান