গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৩


গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড ও সোনাকুড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার সুকতাইল গ্রামের আকরাম আলী শেখের ছেলে ফরহাদ শেখ (৩৮), সোনাকুড় গ্রামের মোশারফ হোসেন স্ত্রী রুবিয়া বেগম (৫৫)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীর উদ্দীন বলেন, গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে থ্রি হুইলারের সংঘর্ষ হয়।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল পিকআপের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী মারা যান। আহত অপর আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, অপরদিকে গোপালগঞ্জে-টুঙ্গিপাড়া সড়ক পার হবার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল রুবিয়া বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
##