গোদাগাড়ীতে ওয়ারেন্ট ছাড়াই হ্যান্ডকাপ পরিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২৪ জুলাই, ২০২২ | ২:৩০ 129 ভিউ
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২৪ জুলাই, ২০২২ | ২:৩০ 129 ভিউ
Link Copied!

রাজশাহীর গোদাগাড়ী থানার প্রেমতলী তদন্ত কেন্দ্রের এসআই বিনয়ের বিরুদ্ধে কোন মামলা বা ওয়ারেন্ট ছাড়াই দুইজনকে হ্যান্ডকাপ পড়িয়ে লকআপে ঢুকিয়ে রাখা ও মারধর করার অভিযোগ উঠেছে।

এসআই বিনয় দ্বারা এমন অহেতুক হয়রানী, মারধর ও আইন বিরোধী কাজ করার প্রতিবাদে সিনিয়র সহাকারী পুলিশ সুপার (এএসপি) গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামানের কাছে রোববার (২৪ জুলাই) লিখত অভিযোগ করেছে ভূক্তভোগী স্বপন কাজী ও লিটন সরকার।

অভিযোগ সূত্রে জানাযায়, গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের গোগ্রাম গ্রামের মৃত জলিল কাজীর ছেলে স্বপন কাজী ও লতিফ সরকারের ছেলে লিটন সরকার গোগ্রাম সাকুরা গ্রামের আইয়ুব আলী ছেলে দাঙ্গাবাজ আব্দুর রহিমের কাছ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগনের মাধ্যমে ১৮ শতক জমি উদ্ধার করা হয়। আব্দুর রহিম ওই সালিশ অমান্য করে প্রেমতলী পুলিশ তদন্দ কেন্দ্রে অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের প্রেক্ষিতে এস.আই বিনয় গত ১০ জুন জমিতে আসিয়া আব্দুর রহিমকে দখল বুঝিয়া দেয়।

বিজ্ঞাপন

এছাড়াও গত ২৫ জুন সকাল আনুমানিক ৯ টার দিকে সাদা পোশাকে আবারও এস.আই বিনয় ও তার ২ জন সহযোগী তাদের বাড়ী থেকে হঠাৎ করেই কোন মামলা ছাড়াই ও বিনা ওয়ারেন্টে জোর পূর্বক ভাবে হাতে হ্যান্ডকাপ পড়িয়ে মোটরসাইকেলে উঠিয়ে রাস্তায় মারধর করতে করতে প্রেমতলী পুর্লিশ তদন্তকেন্দ্রে নিয়ে গিয়ে লকাপে ঢুকিয়ে রাখে।

পরবর্তিতে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম তাদের ছেড়ে দিতে বললে এস.আই বিনয় ছেড়ে দেয়। ওসির নির্দেশে সেদিন তাদের দুজনকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার দিন কাজী স্বপনের ভাতিজা আকিব ও লিটন সরকারে ছেলে পলক প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রে গেলে এসঅ.আই বিনয়ের সাখে পরিচয় হয়। এর দুদিন পর এস.আই বিনয় তাদের দুজনকে মোবাইল ফোন করে ছেড়ে দিয়েছি বলে ৫ হাজার টাকা দাবি করতে থাকে। এস.আই বিনয়ের চাপে ও ভয়ে তারা তিন হাজার টাকা দিতে বাধ্য হয়।

লকআপ থেকে বের হয়ে আসার পর তাদের দুই ভাতিজার মাধ্যমে জানতে পারে ১৫ হাজার টাকার বিনিময়ে এস.আই বিনয় তাদের ধরে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এছাড়াও তারা আরো অভিযোগ করেন, গত ২২ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে আবারো এস.আই বিনয় স্বপনের বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে ২ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায়।

ওয়ারেন্ট ও মামলা ছাড়া হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গিয়ে মারধর ও লকআপে রাখার বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে এস.আই বিনয় বলেন, এসব বিষয়ে আমি আপনাকে বলতে পারবো না আমার ডিউটি আছে বলে দ্রুত ফোনটি কেটে দেন।

অভিযোগের বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় যেতে পারিনি আমি দ্রুত বিষয়টি তদন্ত করবো। অভিযোগের সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও আমাদের এসপি স্যার এসবের বিষয়ে কাউকে ছাড় দেন না। এসপি স্যারের সাথে এসব বিষয় নিয়ে কথাও হয়েছে।

শীর্ষ সংবাদ:
জয়পুরহাটে মুরগী চুরির অপবাদ দেওয়ায় বৃদ্ধের আত্মহত্যা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করলেন তরুণী নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০ নওগাঁর মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ কুমিল্লায় শপিং মল ও ইফতারি বাজারে অভিযান,৩ প্রতিষ্ঠানকে জরিমানা ভোগের জন্য নয় ত্যাগের জন্য, রাজনীতি করতে হবে – প্রতিমন্ত্রী পলক কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত মেঘনায় পল্লী চিকিৎসকদের প্রতারণা বেড়েই চলছে নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার “নাটোরের নলডাঙ্গায় টিনসেট বসত বাড়িতে আগুন” নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর সরকার পাচঁটি মৌলিক চাহিদা পূরনে কাজ করছে : প্রতিমন্ত্রী পলক। বরুড়ায় অস্ত্র-গুলিসহ ম‌নির ডাকাত গ্রেপ্তার  তিতাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল একতা-বন্ধন সংগঠন এর উপদেষ্টা কাজী এনামুল হক শামীমের ইফতার পাটির আয়োজন। সিংড়ায় আড়াই শতাধিক জবাইকৃত পাখি জব্দ আজ ৩০ মার্চ লালপুরে ঐতিহাসিক ময়না দিবস গৃহবধূকে ধর্ষণচেষ্টা, পৌর কাউন্সিলর কারাগারে নাটোরে ডিবির অভিযানে ইয়াবা ও জাল টাকা সহ দুইজন আটক। দক্ষিণ বরুড়ায় সি এন জির টোকেন বাণিজ্য