গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২২ | ২:৩৮ 107 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২২ | ২:৩৮ 107 ভিউ
Link Copied!

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করা হয়। পরে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল সভাপতিত্বে দলীয় কার্যালয় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কামরুল আহসান সরকার রাসেল তার বক্তব্যে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একটি প্রেরণার নাম। সত্যিকার অর্থে তিনি শক্তি না যোগালে হয়তো আজ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু পেতাম না।

বিজ্ঞাপন

আর বঙ্গবন্ধু না পেলে হয়তোবা আজকের এই স্বাধীনতা পেতাম না। তিনি হলেন এই স্বাধীন বাংলার পর্দার আড়ালে থেকেও একটি অন্যতম চরিত্র। দেশের প্রতিটি পরিবারে যদি তার মত একটি করে নারী থাকে তাহলে অবশ্যই আগামীতে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হব।

তারই প্রতিকৃতি হিসেবে আজ দেশনেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কিছু দুষ্টু চক্র বারবার এই গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে তারা আজ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, কিন্তু এই সুযোগ তাদের কে দেয়া যাবে না। কোথাও সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে দেখলে ওখান থেকে চলে আসা যাবে না জনগণকে বুঝিয়ে বলতে হবে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ মালম, কাইয়ুম সরকার, রাজিবুল হাসান, দেলোয়ার হোসেন দেলু যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, বিল্লাল হোসেন মোল্লা, আলহাজ্ব আমজাদ হোসেন পলাশ, মেহেদী হাসান নাহিদ, হারুন অর রশিদ হানিফ তালুকদার, লিটন উদ্দিন সরকার, আক্তার সরকার, সোহানুর রহমান সোবহান, আজিজুল ইসলাম আজিজ, রবি,সাখাওয়াত হোসেন,হাবিবুর রহমান রেজাউল করিম, তানভীর সিদ্দিকী, আহসান পালোয়ান প্রমুখ।

##

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান