গাইবান্ধায় ঘুমন্ত অবস্থায় স্বামীর শরীরে গরম পানি ঢেলে পালালো স্ত্রী

Link Copied!

গাইবান্ধায় ঘুমন্ত স্বামীকে ফুটন্ত গরম পানি শরীরে ঢেলে দিয়ে পালিয়ে যায় নরপিশাচ স্ত্রী সাবানা বেগম।
(১১ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধাশহরের সুখনগরের নিজ বাসায় ঘটনাটি ঘটে। ঘুমিয়ে ছিলো স্বামী মোঃ মোস্তাফিজুর রহমান রিপন। ঠিক তখনেই স্ত্রী মোছাঃ সাবানা বেগম ফুটন্ত গরম পানি রিপনের শরীরে দিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়।
রিপনের মা ছেলের চিৎকার শুনে দরজা খুলে দেখেন
রিপনের শরীরে প্রায় অনেক অংশ পুরে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় রিপন কে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। মোঃ মোস্তাফিজুর রহমান রিপন পিতাঃ মৃত তোফাজ্জল হোসেন ভোলা ।রিপন দীর্ঘদিন থেকে সোনার বাংলা পরিবহনে সুপার ভাইজার পদে চাকরি করতেন।