কুষ্টিয়ায় প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২২ | ১২:৩১ 59 ভিউ
কুষ্টিয়া প্রতিনিধি
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২২ | ১২:৩১ 59 ভিউ
Link Copied!

প্রেম প্রত্যাখ্যান করায় ও কথা বলতে না চাওয়ায় এক স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মুখ ও হাতে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৭ আগস্ট) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজারের কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রী কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাড়ি একই ইউনিয়নের মাঝপাড়া গ্রামে।

অভিযুক্ত কিশোরের নাম রানা (১৭)। সে ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকার আবদুল জলিলের ছেলে এবং সদর উপজেলার লক্ষ্মীপুর খাতের আলীর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আহত ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল রানা। প্রতিদিনের মতো এলাকার বড় ভাই সজলের কাছে শনিবার বিকেলে প্রাইভেট পড়তে যান ঝাউদিয়া বাজারের কালিতলা এলাকায়। সেখানে যাওয়ার পর এলাকার সম্পর্কে দুলাভাই আশরাফুল ইসলাম তাকে দেখা করার জন্য খবর দেন। পড়া শেষে আমি সেখানে গোলাপের হোটেলে দেখা করতে গেলে দেখেন রানা সেখানে উপস্থিত।

‘এ সময় রানা আমাকে দেখে বলে, তোমার সমস্যা কী? এ সময় আমি বলি, আমার ছবি আপনার ছবির সঙ্গে জোড়া লাগিয়েছেন কেন? আমার ছবিগুলো ডিলিট করে দেন। এ সময় রানা জানতে চান তার সঙ্গে কেন কথা বলি না। আমি বলি আপনার সঙ্গে আমি কোনো কথা বলব না। কথা -কাটাকাটির একপর্যায়ে পকেট থেকে ধারালো কিছু বের করে আমার মুখে ও হাতে পোচ মারে। দ্রুত আঘাত করেই হোটেলের পেছনে পালিয়ে যায় সে।’

ওই ছাত্রী বলেন, আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে সে আমার পেছনে ঘোরে। আমি তাকে পাত্তা দেয়নি, সে কথা শোনে না। এ ঘটনার বিচার চান ওই ছাত্রী।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম বলেন, ‘আঘাতপ্রাপ্ত হয়ে এক ছাত্রী হাসপাতালে আসে। তার মুখে ও হাতে আঘাত রয়েছে। ব্লেড বা খুরজাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাত গভীর নয়। তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সরকার বলেন, ‘বিকেলের দিকে ঘটনা ঘটেছে। আমার স্কুলের দশম শ্রেণির ছাত্রী সে। এলাকার এক বখাটে ব্লেড দিয়ে তাকে আঘাত করেছে বলে জানতে পেরেছি। আমরা খোঁজ খবর রাখছি। পরিবার থেকে মামলা করার প্রস্তুতি গ্রহণ করছে। এদিকে ঘটনার পর দুলাভাই আশরাফুল ইসলামকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ আটক করেছে। ঘটনার আগে ওই ছাত্রীকে দেখা করতে বলে আশরাফুল। পুলিশের সন্দেহ সেও জড়িত থাকতে পারে।’

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, ‘আশরাফুলকে আটক করা হয়েছে। রানাকে আটক করার চেষ্টা করা হচ্ছে। ওই ছাত্রীর পরিবার থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। তারপরও পুলিশ চেষ্টা রানাকে আটক করার চেষ্টা করছে।’

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান