কুমিল্লার হয়ে খেলবেন নাসিম

Link Copied!

পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ খেলতে এসেছেন নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সবাই জানতো এই পেস সেনশেসন খেলবেন খুলনা টাইগার্সের হয়ে। তবে বাংলাদেশে আসার আগে নাসিম শাহের একটি টুইটে জানা গেল তিনি খুলনা নয়, খেলতে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
বাংলাদেশে আসার আগে নিজের ভেরিফেইড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় নাসিম শাহ জানান, তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন এই পাকিস্তানি তারকা।
জানা গেছে, খুলনা টাইগার্সের সঙ্গে প্রথমে করা সেই চুক্তি বাতিল করেছেন নাসিম। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কুমিল্লায় নাসিমের স্বদেশি হিসেবে থাকছেন মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, হাসান আলী ও আবরার আহমেদ।