কুমিল্লার নোয়াপাড়া সূর্য উদয়ন ক্লাবের ১ যুগ পূর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা


কুমিল্লায় সূর্য উদয়ন ক্লাবের এক যুগ ফুর্তি উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থী ও গুনীজন সম্মাননার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বৌয়ারা ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সূর্য উদয়ন ক্লাবের প্রধান উপদেষ্টা মো: মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. এ কে এম আছাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাটস এর অধ্যক্ষ আলহাজ্ব ডা: মো: আজিজুর রহমান সিদ্দিকী, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ও উপদেষ্টা সূর্য উদয়ন ক্লাবের মো: জামিলুল হক রুবেল, বৌয়ারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোলাইমান লস্কর, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি হুমায়ন কবির জীবন।
অনুষ্ঠানের শুরুতে বৃক্ষ রোপন এবং সবশেষে কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত অথিতিবৃন্ধগন।